কাতার বিশ্বকাপে আজ রাতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বের পরাশক্তি ব্রাজিলের মিশন। দেশটির প্রতিপক্ষ সার্বিয়া। তার আগে ঘানার মোকাবিলা করবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। এ ছাড়া দিনের অন্য দুই ম্যাচে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ক্যামেরুন; আর সাউথ কোরিয়া খেলবে উরুগুয়ের বিপক্ষে।
দিনের প্রথম ম্যাচে আল ওয়াকরার, আল জানোব স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও ক্যামেরুন। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। সবশেষ পাঁচ ম্যাচে একটি জয় ও একটি ড্র করেছে আফ্রিকান নেশনস কাপে তৃতীয় হওয়া ক্যামেরুন। অন্যদিকে, সুইজারল্যান্ড তাদের আগের পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে আর হেরেছে দুটি। তবে, বাছাইপর্বে তারাই ইতালিকে পেছনে ফেলে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কাতার বিশ্বকাপে নাম লিখিয়েছে।
দিনের দ্বিতীয় ম্যাচে কাতারের আল রাইয়ান এডুকেশন সিটি স্টেডিয়ামে বিশ্বকাপ মিশন শুরু করবে উরুগুয়ে। সাউথ কোরিয়ার বিপক্ষে খেলা দিয়ে শুরু হবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের এবারের আসর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায়। বিশ্বকাপের সবশেষ তিন আসরে নকআউট পর্ব খেলেছে উরুগুয়ে। কিন্তু গত দুই আসরে গ্রুপ পর্ব পেরোতে পারেনি সাউথ কোরিয়া।
রাত ১০টায় স্টেডিয়াম ৯৭৪-এ ঘানার মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে একবার মুখোমুখি হয়েছিল এই দুই দেশ। গ্রুপ পর্বের ওই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পায় পর্তুগাল।
আর দিনের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ান ব্রাজিল। তাদের প্রতিপক্ষ বাছাইয়ে অপরাজিত থেকে কাতারের টিকেট পাওয়া সার্বিয়া। দোহার লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। ২০১৮ বিশ্বকাপেও মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও সার্বিয়া। সে ম্যাচে ২-০ গোলে জেতে তিতের শিষ্যরা।