হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ বুধবার। হিন্দুধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি।
এই তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।
পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই তিনি পৃথিবীতে এসেছিলেন।
জন্মাষ্টমীতে রাজধানীসহ দেশের বিভিন্ন মন্দিরে পূজা–অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ও তারকব্রহ্ম নামযজ্ঞের আয়োজন করেছে হিন্দু সম্প্রদায়।
এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণীতে হিন্দু সম্প্রদায়ের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়েছেন।
জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি ত্বরান্বিত করতে বিদ্যমান সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখার ওপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা।
এসএ/দীপ্ত নিউজ