শারদীয় দুর্গাপূজার অন্যতম জাঁকজমকপূর্ণ দিন মহাঅষ্টমী আজ শুক্রবার (১১ অক্টোবর)। অষ্টমী বিহিত পূজা, সন্ধি পূজা ও কুমারী পূজার মধ্যে দিয়ে উৎসবমুখর পরিবেশে মহাঅষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সনাতন ধর্মের শাস্ত্র অনুসারে, নারীর সম্মান ও মর্যাদা প্রতিষ্ঠায় তাকে দেবীজ্ঞানে আরাধনাই কুমারীপূজার উদ্দেশ্য। সাধারণত ১ থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবীজ্ঞানে পূজা করা হয়। কুমারীপূজা নিয়ে রামকৃষ্ণের কথামতে বলা হয়েছে, শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর রূপ প্রকাশ পায় এবং তাকে মাতৃরূপে উপলব্ধি করা কুমারীপূজার উদ্দেশ্য।
শাস্ত্রমতে, এক বছর বয়সী কন্যাকে সন্ধ্যা, দুইয়ে সরস্বতী, তিনে ত্রিধামূর্তি, চারে কলিকা, পাঁচে সুভাগা, ছয়ে উমা, সাতে মালনী, আটে কুজি¦কা, নয়ে কালসন্দর্ভা, দশে অপরাজিতা, এগারোয় রুদ্রানী, বারোয় ভৈরবী, তেরোয় মহালক্ষ্মী, চৌদ্দতে পীঠনায়িকা, পনেরোতে ক্ষেত্রজ্ঞা এবং ষোলো বছরে তাকে অন্নদা নামে অভিহিত করা হয়। পূজার জন্য নির্বাচিত কুমারীকে মহাষ্টমীর দিন ভোরে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে, সাজিয়ে কপালে সিঁদুর, পায়ে আলতা ও হাতে ফুল দেওয়া হয়। কুমারীকে সুসজ্জিত আসনে বসিয়ে ষোড়শ উপাচারে (ষোল উপাদান) দেবীজ্ঞানে পূজা করা হয়।
আজ সকাল ৬টা ১০ মিনিট থেকেই শুরু হয়েছে মহাঅষ্টমী কল্পারম্ভ ও অষ্টমী বিহিত পূজা। পূজা শেষে সকাল ১০টায় হবে পুষ্পাঞ্জলি। এরপর সকাল সাড়ে ১০টায় হবে মহাঅষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। পূজার আগ পর্যন্ত গোপন রাখা হয় কুমারীর নাম। তিথি অনুযায়ী এদিন সন্ধি পূজা হবে বেলা ১২টা ১৩ মিনিট থেকে ১টা ১ মিনিটের মধ্যে।
দেবী দুর্গার ভক্তকুলের প্রত্যাশা কুমারী পূজার মধ্য দিয়ে আবারও জানান দেয়া হবে নারী শক্তির, করা হবে নারীকে সম্মানের আহ্বান।
এসএ