ভালোবাসা আসলে ক্ষণিকের নয়, ভালোবাসা চিরন্তন। বছর বছর দিনটি আমাদের সে কথাই মনে করিয়ে দেয়। বছরের ৩৬৫ দিন ভালোবাসার দিন তবুও ১৪ ফেব্রুয়ারিকে একটি বিশেষ দিন হিসেবে গণ্য করা হয় এবং এই দিনটিকে ভালোবাসা প্রকাশের প্রতীক হিসেবে পালন করা হয়।
অত্যন্ত আনন্দ ও ভালোবাসার সাথে মানুষ এই দিনটি পালন করে থাকেন। তবে আমরা বাঙালিরা এই ভালোবাসার দিনে ফাল্গুন ও পালন করে থাকি। তাই মানুষ এই দিনটিকে বিশেষ দিন হিসেবে স্মৃতির পাতায় ধরে রাখার জন্য বিশ্ব ভালোবাসা দিবস হিসেবে পালন করে থাকেন।
হলুদ ও লাল রঙের সাজে সেজে উঠে পুরো দেশ। এই দিনে অনেকে আবার বাবা মা, ভাই বোন, সন্তান, বন্ধু–বান্ধব এর সাথে পালন করে থাকে। সবার প্রতি ভালোবাসা প্রকাশ করা হলেও এই দিনে প্রেমিক প্রেমিকার মাঝে ভিন্নমাত্রার আয়োজন দেখা যায়। এই দিনে তারা বিভিন্ন উপহার ( ফুল, চকলেট, কেক ইত্যাদি) দিয়ে একে অপরের সাথে ভালবাসা প্রকাশ করে থাকে।