মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

আজ কী আছে আপনার ভাগ্যে?

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহনক্ষত্রের অবস্থান আমাদের, মনমেজাজ, কর্ম, সম্পর্ক ও স্বাস্থ্যসহ দৈনন্দিন জীবনের সবকিছুতেই প্রভাব ফেলে। তাই নতুন দিন শুরু হওয়ার আগে নিজ রাশির দৈনন্দিন পূর্বাভাস জেনে নেয়া ভালো। আজ মঙ্গলবার, ১৩ মে ২০২৫; ৩০ বৈশাখ, ১৪৩২ বাংলা; একনজরে দেখে নিন রাশি অনুযায়ী আপনার দিনটি কেমন যাবে—

মেষ (২১ মার্চ–২০ এপ্রিল):
আত্মবিশ্বাস ও উদ্যমে দিনটি শুরু হবে। নতুন প্রকল্পে সাফল্য আসতে পারে। পারিবারিক কোনো বিষয়ে দায়িত্ব নিতে হতে পারে।

বৃষ (২১ এপ্রিল–২০ মে):
অর্থনৈতিক ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে কিছুটা মানঅভিমানের পরিস্থিতি তৈরি হতে পারে।

মিথুন (২১ মে–২০ জুন):
বন্ধু বা সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। চাকরি পরিবর্তন বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ।

কর্কট (২১ জুন–২০ জুলাই):
কাজের চাপে কিছুটা ক্লান্তি আসতে পারে। তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় সফলতা আসবে। মানসিক চাপ দূর করতে পরিবারে সময় দিন।

সিংহ (২১ জুলাই–২১ আগস্ট):
ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রেমজ জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। কোনো পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ নতুন দিক দেখাবে।

কন্যা (২২ আগস্ট–২২ সেপ্টেম্বর):
জমিজায়গা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অগ্রগতি হতে পারে। পরিবারে কিছুটা মতবিরোধ দেখা দিতে পারে, ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করুন।

তুলা (২৩ সেপ্টেম্বর–২২ অক্টোবর):
যোগাযোগ ও মিডিয়াজনিত পেশার সঙ্গে যুক্তদের জন্য ভালো দিন। আজ সিদ্ধান্ত নেয়ার আগে ভাবনাচিন্তা করে নিন।

বৃশ্চিক (২৩ অক্টোবর–২১ নভেম্বর):
আর্থিক দিক কিছুটা দুর্বল থাকতে পারে। পুরনো দেনাপাওনার বিষয়ে সাবধান হোন। প্রেমিকপ্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে।

ধনু (২২ নভেম্বর–২০ ডিসেম্বর):
নিজের মেধা ও পরিশ্রমে কাজের জট খুলে যাবে। পারিবারিক শান্তি বজায় থাকবে। মানসিকভাবে চাঙ্গা অনুভব করবেন।

মকর (২১ ডিসেম্বর–১৯ জানুয়ারি):
কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। সতর্ক থাকুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন। নিজের ওপর আস্থা রাখুন।

কুম্ভ (২০ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি):
ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা আসতে পারে। প্রযুক্তিনির্ভর কাজে সফলতা পাবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটানো আনন্দদায়ক হবে।

মীন (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ):
নেতৃত্বের সুযোগ আসবে। নিজের চিন্তা ও মতামত সঠিকভাবে তুলে ধরতে পারলে সম্মান বাড়বে। স্বাস্থ্য বিষয়ে কিছুটা সচেতন থাকুন।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More