আজারবাইজানের সন্ত্রাসবিরোধী অভিযানে নাগোর্নো–কারাবাখে ২০০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারশতাধিক মানুষ।
বার্তাসংস্থা আল জাজিরা নাগোর্নো–কারাবাখের বিচ্ছিন্নতাবাদী এক কর্মকর্তার বরাতে জানায়, বুধবার দিনভর আজারবাইজানের সামরিক অভিযান চলে। এতে নাগোর্নো–কারাবাখের শতাধিক মানুষ নিহত হয়েছেন।
আরও জানায়, নিহতদের মধ্যে ৫ শিশুসহ বেসামরিক নাগরিক ছিল। নাগোর্নো–কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ বলে স্বীকৃত। এ নিয়ে বহু বছর ধরে আর্মেনীয় জাতিগোষ্ঠী অধ্যুষিত অঞ্চলটি নিয়ে দুই দেশের মধ্যে সংঘাত চলছে।
এদিকে, এ অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে আজারবাইজানের রাজধানী ইয়েরাভানে। তারা প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবি জানান।
এসএ/দীপ্ত নিউজ