ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারসহ বেশ কয়েকটি দাবিতে রাজধানী আগারগাঁও অবস্থিত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে অবস্থান নিয়েছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় ‘বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি‘ ব্যানারে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন ব্যবসায়ীরা। এতে ভবন সংলগ্ন সড়ক ও আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় ব্যবসায়ীরা ‘সিন্ডিকেটের কালো হাতা ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘আমার সোনার বাংলায় সিন্ডিকেটের ঠাঁই নাই’ স্লোগান দেন।
দুপুর ১২টায় সরেজমিনে ওই এলাকায় গিয়ে দেখা যায়, ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে মূল সড়কের একপাশে অবস্থান নিয়েছেন। তবে বিচ্ছিন্নভাবে আরও কয়েকজন বিক্ষোভকারী সড়কের অন্য পাশও আটকে রেখেছেন। এ সময় ওই সড়ক থেকে বিভিন্ন যানবাহন ঘুরিয়ে দিতে দেখা যায়।
প্রধান সড়ক বন্ধ থাকায় আগারগাঁও জাতীয় আর্কাইভ ভবনের সামনের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজট দেখা দিয়েছে শ্যামলী, শিশু মেলাসহ আগারগাঁওয়ের আশপাশের সড়কগুলোতেও।
ব্যবসায়ীদের প্রধান ৩টি দাবি হলো– এনইআইআর সংস্কার, মোবাইল ফোন বাজারে সিন্ডিকেট প্রথা বাতিল এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।
বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি (এমবিসিবি) সিনিয়র সহ–সভাপতি শামীম মোল্লা গণমাধ্যমকে বলেন, বিটিআরসি ও আইসিটি মন্ত্রণালয়ের আহ্বানে বিটিআরসি ভবনে আন্দোলনকারীদের প্রতিনিধিরা আলোচনায় বসছেন। তবে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা না হলে আলোচনায় সমাধান হবে না।
এমবিসিবি সাধারণ সম্পাদক আবু সায়ীদ পিয়াস জানান, দাবি আদায়ে রবিবার সকাল থেকেই সারাদেশে মোবাইল ফোনের দোকান বন্ধ রেখা হয়েছে।
শে–রে–বাংলা নগর থানা ওসি মনিরুল ইসলাম বলেন, সাড়ে দশটার পর রাজধানী আগারগাঁও বিটিআরসি ভবন সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন মোবাইল ব্যবসায়ীরা। এতে বিটিআরসি ভবনের সামনে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। রাস্তা ছেড়ে দেওয়ার জন্য তাদের সাথে কথা বলা হচ্ছে।
প্রসঙ্গত, সরকার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। এর ফলে দেশের মোবাইল নেটওয়ার্কে অনিবন্ধিত, চুরি হওয়া কিংবা অনুমোদনবিহীন আমদানি করা মোবাইল ফোনের ব্যবহার বন্ধ হয়ে যাবে।
এসএ