আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা এত সহজ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় তিনি এ মন্তব্য করেন। পরে সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ইনডেমনিটি জারিকারীদের এখন গণতন্ত্রের ধারক-বাহক বলা হচ্ছে।
রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি, অবৈধ ক্ষমতা দখল রোধ ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবদান তুলে ধরেন। অভিযোগ করেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ডের বিচার চাওয়ার পথ বন্ধকারীদেরকে এখন গণতন্ত্রের ধারক-বাহক বলা হচ্ছে।
এরআগে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বলেন, যুদ্ধের কারণে বিশ্বের অনেক দেশে মন্দাবস্থা চলছে। তবে দেশের অর্থনীতি ভালো অবস্থায় রয়েছে। স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে, সেদিকে দেশবাসীকে নজর রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্দোলন করে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা সহজ নয়। কারণ আওয়ামী লীগ জনগণের উন্নয়নে কাজ করছে।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ভর্তুকি দিয়ে কম দামে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ক্রয়মূল্য জনগণকে পরিশোধ করতে হবে। তাই সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি।