আওয়ামী লীগের সময় ছাড়া দেশে কখনোই গণতন্ত্র ছিল না বলে দাবি করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দুর্বৃত্তায়নের বাংলাদেশকে উন্নয়নের বাংলাদেশে রূপান্তর করেছে আওয়ামী লীগ সরকার। গতকাল গণভবনে দলের জাতীয় কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম জাতীয় কমিটির সভা, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে গণভবনে অনুষ্ঠিত হয়। এতে, আওয়ামী লীগের ২০১৯, ২০২০ ও ২০২১ সালের নিরীক্ষা প্রতিবেদন, আগামী ২৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২২ তম জাতীয় সম্মেলনের বাজেট এবং ২০২৩ সালে সংগঠন পরিচালনার প্রাক্কলিত খরচ তুলে ধরা হয়।
শুভেচ্ছা ভাষণে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির মতো সামরিক শাসকের হাতে জন্ম নেয়া দলের ভেতরে ‘গণতন্ত্র’ নেই। এদেশে গুমের রাজনীতি জিয়ার হাতে শুরু বলেও অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ উন্নয়ন করে, আর বিএনপি-জামায়াত শুধু পোড়ায়।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে বাজেটের ওপর চাপ পড়লেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে আশাবাদ জানান, সরকারপ্রধান শেখ হাসিনা।