রহমানউল্লাহ গুরবাজ আর জেসন রয়কে টপকে কলকাতা নাইট রাইডার্সের একাদশে বাংলাদেশি ব্যাটসম্যান লিটন দাস জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। তবে সুযোগের অপেক্ষায় লিটন দাস। আইপিএলের মঞ্চে প্রিয় তারকাকে ব্যাট হাতে দেখার অপেক্ষায় আছে ভক্তরাও।
শুক্রবার (১৪ এপ্রিল) পরবর্তী ম্যাচের জন্য মাঠে নামবে কলকাতা। তার আগে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরু করেছেন লিটন দাস।
কলকাতা ক্রিকেট অ্যান্ড ফুটবল গ্রাউন্ডে টু স্টার জার্সিতে প্রথমে ওয়ার্মআপ করেন লিটন। ফিল্ডিংয়ে ঘাম ঝরান। এরপরে নামেন ব্যাট হাতে। অনেকটা সময় ব্যাটিং করেন লেগ স্পিনের বিপক্ষে।
প্রথম সেশনটা বেশ ভালোই কেটেছে টাইগার উইকেট মকিপারের। হাসিমুখেই গ্রাউন্ড ছেড়েছেন তিনি। ২২ গজে এলকেডির এমন হাসিমুখই দেখতে চান ভক্তরা। সেই প্রত্যাশায় শুক্রবার (১৪ তারিখ) রাত ৮টার অপেক্ষা করছেন লিটন ভক্তরা।
যূথী/দীপ্ত সংবাদ