যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসে সৌদি আরব সফর করবেন। সফরে রিয়াদকে ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির একটি বিশাল প্যাকেজ প্রস্তাব করার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন।
সংশ্লিষ্ট ছয়টি প্রত্যক্ষ সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
এই অস্ত্র সরবরাহে যুক্ত থাকতে পারে, লকহিড মার্টিন, আরটিএক্স, বোয়িং, জেনারেল অ্যাটোমিক্সের মতো সামরিক ঠিকাদার প্রতিষ্ঠানগুলো। আসন্ন এই সফরে ট্রাম্পের সঙ্গে যোগ দিতে পারেন এসব কোম্পানির শীর্ষ কর্মকর্তারা।
এর আগে, সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকরণের চেষ্টা হিসেবে বেশ কিছু সামরিক চুক্তির চেষ্টা চালায় বাইডেন প্রশাসন। যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। এবার ট্রাম্প আরও বিস্তৃত পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলেই খবর।
বাইডেন প্রশাসন সেসময় চীনের কাছ থেকে অস্ত্র না কেনা ও বেইজিংয়ের বিনিয়োগ কমানোর প্রস্তাবে সৌদি আরবকে আরও উন্নত মার্কিন অস্ত্র দেয়ার কথা বলেছিল।
তবে হোয়াইট হাউজ বা সৌদি প্রশাসন কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কিন্তু মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এখনও যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ।
আল