রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রবিবার (১৯ নভেম্বর) আপিলকারী পক্ষে কোনো আইনজীবী না থাকায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।
নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জামায়াতের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) শুনানির জন্য ১২ নভেম্বর সর্বোচ্চ আদালত ১৯ নভেম্বর দিন ঠিক করে দেয়।জামায়াতের পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী আট সপ্তাহের সময় চেয়ে আবেদন করলে আদালত রবিবার (১৯ নভেম্বর) পর্যন্ত সময় দিয়েছিল।
রবিবার আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর ও অ্যাডভোকেট আহসানুল করিম।
সকালে হরতালে আইনজীবী আসতে পারবেন না কারণ দেখিয়ে নিববন্ধনের শুনানিতে আপিল বিভাগে ৬ সপ্তাহ সময় প্রার্থনা করেন জামায়াতের আইনজীবী এ জে মোহাম্মদ আলীর জুনিয়র জিয়াউর রহমান।
তখন আপিল বিভাগ বলেন, আপনাদের সময় আবেদন খারিজ। একইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল ডিসমিস ফর ডিফল্ট ঘোষণা করছি।
উল্লেখ্য, ২০০৯ সালের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জামায়াতকে নির্বাচন কমিশনের দেয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে ২০১৩ সালের ১ আগস্ট রায় দেয় হাইকোর্ট। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে জামায়াত।
এসএ/দীপ্ত নিউজ