ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ডিএনসিসি এলাকায় কেউ গাছ কাটতে চাইলে তার হাত কেটে দেয়া হবে। কেউ গাছ কাটতে চাইলে তাকে সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিতে হবে।
সোমবার (৮ মে) সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতি মাঠে ডিএনসিসি মেয়র‘স কাপ টুর্নামেন্টের ভলিবল ইভেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, ‘‘যারা গাছ কাটে তাদের প্রতি আমার বার্তা– যদি কেউ গাছ কাটে আমি তাদের হাত কেটে দেবো। সে যেই হোক না কেন, আমার সঙ্গে কথা বলবে। আমি তাদের সঙ্গে বসব।”
প্রয়োজনে পরিকল্পনা করে গাছ কাটতে হবে জানিয়ে মেয়র বলেন, ‘‘এই মাঠের পূর্বদিকে গাছ কাটার পরিকল্পনা ছিল। আমি গাছ না কেটে গাছের মাঝ দিয়ে গাড়ি পার্কিংয়ের জায়গা করে দিয়েছি। রাস্তাটা বড় করে লাভ নাই। পার্কিংয়েরও বন্দোবস্ত করতে হবে। তাই গাছ গাছের জায়গায় আছে। দু–একটা গাছ কাটা যাবে না তা না, কিন্তু তা আমরা প্ল্যান করে করব। গাছ যদি কেউ কাটতে চায়, সিটি করপোরেশন থেকে অনুমতি নিতে হবে।”
এফএম/দীপ্ত সংবাদ