সারাদেশে চলমান যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট‘ শুরুর তৃতীয় দিন অর্থাৎ সোম থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত (২৪ ঘণ্টায়) ঢাকাসহ সারা দেশে ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য অভিযানে সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১,৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযানের প্রথম দিনে ১,৩০৮ জনকে এবং দ্বিতীয় দিনে ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় যেসব অস্ত্র উদ্ধার করা হয়েছে– দুটি বিদেশি পিস্তল, একটি এলজি, একটি ওয়ান শুটারগান, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, পাঁচটি কার্তুজ, দুইটি চাপাতি, ছয়টি রামদা, ১৩টি ছোরা, দুইটি কুড়াল, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল এবং দুটি লাঠি।
উল্লেখ্য, ডেভিল অর্থ হচ্ছে ‘শয়তান’ আর হান্ট অর্থ ‘শিকার’। ডেভিল হান্ট, যার ইংরেজি শাব্দিক অর্থ গিয়ে দাঁড়ায় ‘শয়তান শিকার’ করা। অপারেশন ডেভিল হান্ট একটি বিশেষ অভিযান। যা ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে।
এসএ