সিরাজগঞ্জে ৫ শিশুকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় শিশুদের উদ্ধারসহ ২ অপহরণকারীকে আটক করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ২ টার দিকে সিরাজগঞ্জের কান্দাপাড়া পুলিশ লাইনের সামনে থেকে অপহৃত পাঁচ শিশুকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী রিক্সাচালক ও তার সহযোগীকে আটক করে পুলিশ।
আটককৃত অপহরণকারী হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার তেতুলিয়া গ্রামের রিকসাচালক আমিনুল ইসলাম (৩৬) ও মাহমুদা খোলা গ্রামের মালেক শেখের ছেলে বাবলা শেখ (২০)। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা অপহরণের দায় স্বীকার করে।
অপহৃত শিশুরা হলো, সদর উপজেলার এমএ মতিন সড়কের বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলমের মেয়ে শারিন জারা (৮) ও জারিন জারা (৮), একই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে ফাবিহা জান্নাত নাবিলা (১০),একই এলাকার মাসুদ রানার মেয়ে মরিয়ম মাইশা (১০) ও একই এলাকার আবুল বাশারের ছেলে শাহরিয়ার নাফিজ (৮) ।
বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিফ্রিং এর মাধ্যমে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজাওয়ানুল ইসলাম সাংবাদিকদের জানান, বুধবার (১৪ ফেব্রয়ারি) রাতে শিশুসহ অভিভাবকরা স্থানীয় শিশু একাডমীর ক্যাম্পাসে পিকনিকের আয়োজন করে। অনুষ্ঠান শেষে রাত ১১টার দিকে শিশুরা রিকসাতে ঘুরতে চাইলে। আমিনুল ইসলামের রিকসাতে ৫টি শিশু ওঠে। এ সময় একজন অভিভাবক ঐ রিকসাতে উঠতে চাইতে রিকসা চালক নিষেধ করে। পরে অপর একটি রিকসার জন্য অপেক্ষা করতে থাকেন তারা।
এ সময় সুযোগ বুঝে রিকসাচালক ৫ শিশুকে নিয়ে দ্রুত চলে যায়। অভিভাবকদের চিৎকারে আশেপাশের লোকজনসহ সকলে শিশুদের পুরো শহর খুঁজতে থাকে। অনেক খোঁজাখুজি করে না পেয়ে পরে সদর থানায় অভিযোগ করলে পুলিশ ওয়ারলেস ম্যাসেজে পুরো জেলাকে সতর্ক করে। এ সময় রিকসাযোগে কান্দাপাড়া পুলিশ লাইনের কাছে রাত ২টার দিকে শিশুসহ অপহরনকারীরা পুলিশের চেকপোষ্টে ধরা পড়ে। পরে শিশুদের উদ্ধার করে অভিভাবকদের কাছে ফিরিয়ে দেয়া হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। এটি কোন চক্র কিনা সেটি নিয়ে তদন্ত চলমান রয়েছে বলে পুলিশ জানায়।
আরও পড়ুন: অপহরণ মামলার মূলহোতাসহ গ্রেপ্তার দুই, স্কুল ছাত্রী উদ্ধার
সিরাজুল / আল / দীপ্ত সংবাদ