মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ইবি–৫ ভিসার পরিবর্তে পাঁচ মিলিয়ন ডলারের একটি ‘গোল্ড কার্ড’ চালুর প্রস্তাব দিয়েছেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও কেনা যাবে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রস্তাবটি সাংবাদিকদের কাছে তুলে ধরেন।
ডোনাল্ড ট্রাম্প জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের বিনিয়োগ করে কর্মসংস্থান তৈরির মাধ্যমে ইবি–৫ ভিসার মাধ্যমে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ রয়েছে। তবে নতুন প্রস্তাবিত ‘গোল্ড কার্ড’ এর মাধ্যমে ৫০ লাখ ডলারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে। এই গোল্ড কার্ডধারীরা গ্রিন কার্ডের সুবিধা পাবেন এবং নাগরিকত্ব লাভের পথও উন্মুক্ত হবে।
তিনি বলেন, ‘ধনী ব্যক্তিরা এই গোল্ড কার্ড কিনে আমাদের দেশে আসতে পারবেন। এটি আমাদের অর্থনীতির জন্য উপকারী হবে।‘
নতুন এই প্রোগ্রামের বিস্তারিত আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, ‘রুশ ধনকুবেরদেরও (অলিগার্ক) এই কার্ডের জন্য যোগ্য বিবেচনা করা হবে। আমি কয়েকজন রুশ অলিগার্ককে চিনি, যারা খুব ভালো মানুষ।‘
এদিকে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) ওয়েবসাইটে বলা হয়েছে, ইবি–৫ প্রোগ্রামটি ১৯৯০ সালে কংগ্রেস অনুমোদন করে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার উদ্দেশ্যে চালু হয়েছিল।
নতুন সরকারের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এই প্রোগ্রামটি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে বলেন, ‘ইবি–৫ প্রোগ্রামটি অর্থহীন, কাল্পনিক এবং প্রতারণায় পূর্ণ। প্রেসিডেন্ট এই ত্রুটিপূর্ণ প্রকল্পটি বাতিল করে গোল্ড কার্ড চালু করতে চাইছেন।‘
তিনি আরও বলেন, ইবি–৫ ছিল কম দামে গ্রিন কার্ড পাওয়ার একটি উপায়, তবে গোল্ড কার্ডের প্রস্তাব আরও উন্নত এবং কার্যকর হতে পারে বলে তিনি ধারণা করেন।
ইএ