রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬

৪০ এও টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষে জেমস অ্যান্ডারসন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

‘বয়স কেবলমাত্র একটা সংখ্যা’—‘ক্লিশে’এই কথাটাকেই যেন নতুন করে প্রাণ দিচ্ছেন জেমস অ্যান্ডারসন। নইলে এই বয়সেও কী র‌্যাঙ্কিংয়ের শীর্ষ বোলার হওয়া যায়!

৪ বছর ধরে টেস্ট ক্রিকেটের সেরা বোলারের জায়গা দখল করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও ফাস্ট বোলার প্যাট কামিন্স। এবার তার শীর্ষস্থান দখল করে নিয়েছেন ইংলিশ ৪০-উর্ধ্ব বোলার জেমস অ্যান্ডারসন। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো আগুনঝরা বোলিংয়ে ব্যাটারদের নাজেহাল করে তুলছেন এ পেসার।

নিউজিল্যান্ডের মাটিতে কিউইদের বিপক্ষে গোলাপি বলের টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন অ্যান্ডারসন। যার প্রভাব পড়েছে র‌্যাঙ্কিংয়ে। আইসিসির এই সংস্করণের বোলারদের তালিকায় শীর্ষে ফিরেছেন ৪০ বছর ২০৭ দিন বয়সী ইংলিশ পেসার। টেস্ট ক্রিকেট ৪০ বছর বয়সী কোনো বোলারকে সর্বশেষ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে দেখেছে সেই ১৯৩৬ সালে।

ক্যারিয়ারে ১৭৮টি টেস্টে ৬৮২ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে পেসারদের মধ্যে সর্বাধিক উইকেটও তার দখলে নিয়েছেন। তিনি এক ইনিংসে ৫ কিংবা তার বেশি উইকেট নিয়েছেন ৩২ বার। ৩ বার নিয়েছেন ১০ উইকেট।

বোলারদের র‌্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন ভারতের স্পিন অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার সঙ্গে চলমান টেস্টে ব্যাটারদের নাকানিচুবানি খাওয়ার ফল তিনি খুব দ্রুতই পেয়েছেন। অশ্বিনের পয়েন্ট ৮৬৪, যা অ্যান্ডারসনের চেয়ে মাত্র ২ পয়েন্ট কম।

আল/দীপ্ত

 

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More