২৯ বছর পর আইসিসি ইভেন্টের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ২০১১ বিশ্বকাপে সহ আয়োজক হিসেবে দেশটির নাম থাকলেও সেবার নিরাপত্তাজনিত কারণে সরে যায় ম্যাচগুলো। ১৯৯৬ বিশ্বকাপ ফাইনাল হয়েছিল যে মাঠে সেই গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে সময়মতো স্টেডিয়ামটির কাজ শেষ হবে কি–না, সেই শঙ্কা নিয়ে সপ্তাহ খানেক আগেও ভারতীয় গণমাধ্যমগুলোতে নেতিবাচক শিরোনাম হয়েছিলো পাকিস্তান। দু–দফা সময় বাড়িয়ে অবশেষে সম্পন্ন হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির মূল ভেন্যু, গাদ্দাফি স্টেডিয়ামের সংস্কার ও সৌন্দর্য বর্ধনের কাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ডও সেই ছবি ও ভিডিও প্রচার করেছে একাধিকবার। আগামী ১১ ফেব্রুয়ারি আইসিসির কাছে মাঠ হস্তান্তর করার কথা পিসিবির। সেদিনই জমকালো আয়োজনে পাকিস্তানের সবচেয়ে অত্যাধুনিক এই স্টেডিয়ামের উদ্বোধনের কথা রয়েছে। ২২ ফেব্রুয়ারি এ মাঠে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।