কাতার বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকেছিলেন কার্লোস কুইরোজ। কিন্তু গুঞ্জন ওঠে: চলমান আন্দোলনে যারা সরকারের সমালোচনা করেছেন, তাদের বাদ দেয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে এই পর্তুগিজ কোচকে। এই গুঞ্জন হাওয়া পায় সংবাদ সম্মেলন বাতিল করলে।
শেষ পর্যন্ত ইরানের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছে। রোববার (১৩ নভেম্বর) রাতে ইরানের ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে ঘোষণা করা হয়েছে ইরানের ২৫ সদস্যের স্কোয়াড। যেখানে আছেন সরকারের বিরোধিতাকারী খেলোয়াড়ও।
২০১৮ রাশিয়া বিশ্বকাপে মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইরান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পর্তুগালকে ১-১ গোলে রুখে দেয় দলটি। তাই গত বিশ্বকাপের সুখস্মৃতি নিয়ে এবার ষষ্ঠ বিশ্বকাপ খেলতে কাতারে পাড়ি দিবে মধ্যপ্রাচ্যের দলটি।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েলস ও যুক্তরাষ্ট্র। আগামী ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে কার্লোস কুইরোজ শিষ্যরা।
ইরানের বিশ্বকাপ স্কোয়াড
গোলকিপার
আলিরেজা বেইরানভান্দ, পয়ম নিয়াজমান্দ, হুসাইন হোসেনি, আমির আবেদজাদেহ।
ডিফেন্ডার
সাদেগ মোহররামি, এহসান হাজসাফি, শোজায়ে খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, মোর্তেজা পৌরালিগঞ্জি, মজিদ হোসেনী, আবুলফজল জালালি, রামিন রেজাইয়ান, আল আহলি হোসেন কানানি।
মিডফিল্ডার
সাইদ এজাতোলাহি, ওয়াহিদ আমিরি, সামান ঘোদ্দোস, আহমদ নুরুল্লাহি, আলী করিমি, রাউজবেহ চেশমি।
ফরোয়ার্ড
আলিরেজা জাহানবখশ, মেহদী তারেমি, করিম আনসারিফার্দ, মেহদী তোরাবি, আলি গোলিজাদেহ, সর্দার আজমোন।