শনিবার, অক্টোবর ৪, ২০২৫
শনিবার, অক্টোবর ৪, ২০২৫

২৫৬ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা দিল খেলাফত মজলিস

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৫৬ জন সম্ভাব্য প্রার্থীর নাম চূড়ান্ত করেছে খেলাফত মজলিস।

শনিবার (৪ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি) ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই তথ্য জানান।

তিনি সাংবাদিকদের বলেন, সারা দেশে ২৫৬ জনকে প্রাথমিক পর্যায়ে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে। বাকি প্রার্থীদের নাম ভবিষ্যতে ঘোষণা করা হবে। তবে জোটের সঙ্গে আসনভিত্তিক ঐক্য হলে সে ক্ষেত্রে প্রার্থিতা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

দলীয় প্রতীক ‘দেওয়াল ঘড়ি’ নিয়ে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়ে খেলাফত মজলিস নেতারা বলেছেন, আগামীর এই নির্বাচন হবে ‘বাতিলের বিপক্ষে ইসলামের লড়াই’।

দলের যুগ্ম মহাসচিব মুনতাসির আলী নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, জেলা, উপজেলা, ইউনিয়ন ও ইউনিট স্তরের ভোটারদের মধ্যে জনমত গড়ে তুলতে হবে। তিনি কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, “আপনারা সবাই মিলে মানুষকে সংগঠিত করে ভোট ডাকাতির পথকে চিরতরে বন্ধ করে‌ দেয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।”

সভায় খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিদ আজাদ সভাপতিত্ব করেন। সভায় সারা দেশ থেকে আসা বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠন ও নেতারা উপস্থিত ছিলেন।

সম্ভাব্য ২৫৬ প্রার্থীর নামের তালিকা:

খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকায় ঢাকা বিভাগ ও ঢাকা জেলার১ আসনে সিকদার মোবারক হোসেন, ঢাকা৩ আসনে হাজী নূর হোসেন, ঢাকা৪ আসনে এইচ এম হুমায়ুন কবির আজাদ, ঢাকা৫ আসনে মাওলানা সেলিম হোসাইন আজাদী, ঢাকা৬ আসনে মাওলানা কাজী সরদার নেয়ামত উল্লাহ, ঢাকা৯ আসনে ফয়েজ বক্স সরকার শহীদ, ঢাকা১০ আসনে মাওলানা আহমদ আলী কাসেমী ঢাকা১১ আসনে অধ্যাপক সিদ্দিকুর রহমান, ঢাকা১২ আসনে মাওলানা ফারুক আহমদ ভূঁইয়া, ঢাকা১৩ আসনে মোহাম্মদ শাহজাহান, ঢাকা১৪ আসনে মুফতি মাওলানা মিজানুর রহমান, ঢাকা১৫ আসনে শেখ মুহাম্মদ সুলাইমান, ঢাকা১৬ আসনে ডা. রিফাত হোসেন মালিক, ঢাকা১৭ আসনে লে. কর্নেল (অব.) ডা. এমদাদুল হক, ঢাকা১৮ আসনে মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার, ঢাকা১৯ আসনে অধ্যাপক এনামুল হক, ঢাকা২০ আসনে মুফতি আশরাফ আলী।

এদিকে টাঙ্গাইল জেলা টাঙ্গাইলে১ আসনে মাওলানা কে এম আনসার আলী, টাঙ্গাইল২ আসনে মুফতি আব্দুল মালেক, টাঙ্গাইল৩ আসনে মুফতি বছির উদ্দিন বিপ্লবী, টাঙ্গাইল৪ আসনে মুফতি আবদুর রহমান মাদানী, টাঙ্গাইল৫ আসনে মাওলানা মো. ছানোয়ার হোসেন সরকার, টাঙ্গাইল৬ আসনে আব্দুল মান্নান সেখ, টাঙ্গাইল৭ আসনে অধ্যাপক মুফতি আবু তাহের তালুকদার, টাঙ্গাইল৮ আসনে মাওলানা মো. শহীদুল ইসলামের নাম রয়েছে।

কিশোরগঞ্জ১ আসনে মাওলানা হিফজুর রহমান খান, কিশোরগঞ্জ২ আসনে মাওলানা সাঈদ আহমদ, কিশোরগঞ্জ৩ আসনে প্রভাষক আতাউর রহমান শাহান, কিশোরগঞ্জ৪আসনে মাওলানা ওলিউর রহমান, কিশোরগঞ্জ৫ আসনে শায়খুল হাদিস মাওলানা আবদুল আহাদ, কিশোরগঞ্জ৬ আসনে মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মানিকগঞ্জ১ আসনে মুফতি আশরাফুল ইসলাম, মানিকগঞ্জ২ আসনে মাওলানা এস এম সালাহ উদ্দিন, মানিকগঞ্জ৩ আসনে তাওহিদুল ইসলাম তুহিন, মুন্সীগঞ্জ১ আসনে মুহাম্মদ আনোয়ার হোসাইন, মুন্সীগঞ্জ২ আসনে হাজী মিজানুর রহমান মৃধা, মুন্সীগঞ্জ৩ আসনে হাজী আব্বাস কাজীর নাম রয়েছে।

গাজীপুর১ আসনে মুফতি আবদুল হালিম আল হেরা,গাজীপুর২ আসনে খন্দকার রুহুল আমীন, গাজীপুর৩ আসনে মাওলানা সুলতান মাহমুদ, গাজীপুর৫ আসনে মুফতি মাওলানা আজীজুল হক, নরসিংদী১ আসনে হাফেজ মহিউদ্দিন জামিল, নরসিংদী২ আসনে নূরুল আবসার শাহীন, নরসিংদী৫ আসনে মাওলানা জাকির হোসাইন কাসেমী, নারায়ণগঞ্জ১ আসনে মো. এমদাদুল হক, নারায়ণগঞ্জ২ আসনে হাফেজ মাওলানা আহমদ আলী, নারায়ণগঞ্জ৩ আসনে মুফতি সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ৪ আসনে ইলিয়াস আহমদ, নারায়ণগঞ্জ৫ আসনে এবিএম সিরাজুল মামুন, রাজবাড়ী২ আসনে অধ্যাপক কাজী মিনহাজুল আলম, গোপালগঞ্জ১ আসনে মুফতি মাওলানা কাজী রফিকুর রহমান, গোপালগঞ্জ২ আসনে জি এম মনিরুজ্জামান মিন্টু, গোপালগঞ্জ৩ আসনে শায়খুল হাদিস মাওলানা আলী আহমদ, মাদারীপুর২ আসনে মনির হোসেন আকঞ্জী , শরীয়তপুর১ আসনে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, শরীয়তপুর২ আসনে মাওলানা দেলাওয়ার হোসাইন,শরীয়তপুর৩ আসনে মাওলানা ইউসুফ ইসলাম রয়েছেন।

ময়মনসিংহ১ আসনে অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম, ময়মনসিংহ২ আসনে মাওলানা মতিউর রহমান, ময়মনসিংহ৩ আসনে মাওলানা মো. নিজাম উদ্দিন, ময়মনসিংহ৪ আসনে অধ্যাপক মো. আব্দুল করিম, ময়মনসিংহ৫ আসনে মাওলানা সিরাজুল ইসলাম, ময়মনসিংহ৬ আসনে রফিকুল ইসলাম, ময়মনসিংহ৭ আসনে অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ৮ আসনে আহমদ হোসেন ভূঁইয়া, সিলেট বিভাগের সুনামগঞ্জ ১ আসনে অধ্যাপক ফজর আলী, সুনামগঞ্জ২ আসনে সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ৩ আসনে শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ৪ আসনে মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ৫ আসনে হাফিজ মাওলানা আবদুল কাদির রয়েছেন।

সিলেট১ আসনে হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট৩ আসনে মাওলানা দিলওয়ার হোসেন, সিলেট৪ আসনে শায়খ আলী হাসান ওসামা, সিলেট৫ আসনে মুফতি আবুল হাসান, সিলেট৬ আসনে মাওলানা সাদিকুর রহমান, মৌলভীবাজার১ আসনে মাওলানা লোকমান আহমদ, মৌলভীবাজার২ আসনে সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার৩ আসনে মাওলানা আহমদ বিলাল, মৌলভীবাজার৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনেদ, হবিগঞ্জ১ আসনে মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ২ আসনে মাওলানা আব্দুল বাছিত আজাদ, হবিগঞ্জ৩ আসনে অ্যাডভোকেট সরওয়ার রহমান চৌধুরী, হবিগঞ্জ৪ আসনে ড. আহমদ আবদুল কাদের, রাজশাহী বিভাগের জয়পুরহাট১ আসনে শায়খুল হাদীস মাওলানা আসাদুল্লাহ, জয়পুরহাট২ আসনে মাওলানা মোরশেদুল আলম মর্তুজা, বগুড়া৫ আসনে মাওলানা রাশেদুল ইসলাম, বগুড়া৬ আসনে মাওলানা শাহাদাৎ হোসেন, নওগাঁ১ আসনে অধ্যাপক মুশফিকুর রহমান শাহ্, নওগাঁ২ আসনে কৃষিবিদ আবদুর রহমান সাবু, নওগাঁ৩ আসনে মাহমুদুল ইসলাম সোহেল, নওগাঁ৪ আসনে মাওলানা রিয়াজুল হক কাসেমী, নওগাঁ৫ আসনে ডাক্তার আবু সাঈদ, নওগাঁ৬ আসনে ডাক্তার খন্দকার আমিনুল ইসলাম মিঠু, রাজশাহী২ আসনে হাফেজ মোহাম্মাদ উল্লাহ শাহীন, রাজশাহী৩ আসনে মাওলানা গোলাম মোস্তফা, রাজশাহী৪ আসনে মাওলানা ফেরদাউসুর রহমান, রাজশাহী৫ আসনে মুফতি আবদুল হামিদ, রাজশাহী৬ আসনে মাওলানা তোফায়েল আহমদ, নাটোর১ আসনে ড. মো: আজাবুল হক, নাটোর২ আসনে ডা. এবিএম হাসানুজ্জামান হেলাল, নাটোর৩ আসনে মাস্টার আবদুল হান্নান, নাটোর৪ আসনে ডা. আলভী হাসান ফিদা, সিরাজগঞ্জ১ আসনে মুফতি আবদুর রকিব, সিরাজগঞ্জ২ আসনে মুফতি হেলাল উদ্দিন, সিরাজগঞ্জ৩ আসনে ডা. আবদুল মোমেন, সিরাজগঞ্জ৪ আসনে মাওলানা আমজাদ হোসেন, সিরাজগঞ্জ৫ আসনে মুফতি মনিরুল ইসলাম, পাবনা১ আসনে মুফতি শহিদুল ইসলাম, পাবনা২ আসনে মাস্টার রওশন আলী, পাবনা৫ আসনে মাওলানা আরিফুল ইসলাম, রংপুর বিভাগের পঞ্চগড়১ আসনে মুফতি আহমাদুল্লাহ আল মাশরুর, পঞ্চগড়২ আসনে মাওলানা জিয়াউল হক, ঠাকুরগাঁও১ আসনে রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও২ আসনে হাসান পারভেজ, ঠাকুরগাঁও৩ আসনে মো. জাকির হোসনে, দিনাজপুর১ আসনে মাস্টার মোহাম্মদ আবু হানিফা, দিনাজপুর২ আসনে সাদেকুল ইসলাম, দিনাজপুর৩ আসনে আ ক ম খাদেমুল ইসলাম, দিনাজপুর৪ আসনে হাফেজ বেলাল হোসেন, দিনাজপুর৫ আসনে মশিউর রহমান মাস্টার, দিনাজপুর৬ আসনে মাওলানা আনসার উল্লাহ।

 

নীলফামারী১ আসনে মাওলানা সাদ্দাম হোসেন জিহাদী, নীলফামারী২ আসনে সরওয়ার আলম বাবু, নীলফামারী৩ আসনে হাফেজ মিজানুর রহমান, নীলফামারী৪ আসনে তাওহিদুল ইসলাম তাওহিদ, লালমনিরহাট১ আসনে আবদুল কাদের, লালমনিরহাট২ আসনে ডা. মাওলানা মোখলেছুর রহমান, লালমনিরহাট৩ আসনে অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান, রংপুর১ আসনে ফজলুল হক, রংপুর২ আসনে শহিদুর রহমান রাজা, রংপুর৩ আসনে অধ্যাপক তৌহিদুর রহমান মন্ডল রাজু, রংপুর৪ আসনে মাওলানা শামসুল হক, রংপুর৫ আসনে এনামুল হক সাদী, রংপুর৬ আসনে মো. আল আমিন, কুড়িগ্রাম১ আসনে মাওলানা আমজাদ হোসেন, কুড়িগ্রাম২ আসনে সবেবর রহমান, কুড়িগ্রাম৩ আসনে ইঞ্জিনিয়ার জামিল আহমদ, কুড়িগ্রাম৪ আসনে মাওলানা আবু সাঈদ, গাইবান্ধা১ আসনে আবদুল গাফফার, গাইবান্ধা২ আসনে অধ্যাপক এ কে এম গোলাম আযম, গাইবান্ধা৩ আসনে মেসের উদ্দিন সরকার, গাইবান্ধা৪ আসনে মাস্টার সিরাজুল ইসলাম, গাইবান্ধা৫ আসনে অধ্যাপক মো: জহুরুল হক সরকারের নাম রয়েছে।

চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া১ আসনে এস এম শহীদুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া২ আসনে আবুল ফাতাহ মুহাম্মদ মাসুক (ভুট্টু), ব্রাহ্মণবাড়িয়া৩ আসনে হাফেজ মো. এমদাদ উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া৫ আসনে মাওলানা মুহাম্মদ আলী, ব্রাহ্মণবাড়িয়া৬ আসনে শায়খুল হাদীস মাওলানা আবদুস সামাদ, কুমিল্লা১ আসনে মাওলানা সৈয়দ আবদুল কাদের জামাল, কুমিল্লা৪ আসনে মাওলানা মজিবুর রহমান ফরাজী, কুমিল্লা৫ আসনে মাওলানা জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা৬ আসনে মাওলানা ফয়জুর রহমান মাসউদ, কুমিল্লা৭ আসনে মাওলানা সোলাইমান খান, কুমিল্লা৮ আসনে ডা. যোবায়ের হোসেন মিয়াজী, কুমিল্লা৯ আসনে মুফতি আবদুল হক আমিনী, কুমিল্লা১০ আসনে মাওলানা নূরুল আমিন ভূঁইয়া, কুমিল্লা১১ আসনে মাওলানা মুজাফ্ফর আহমদ জাফরী, চাঁদপুর১ আসনে কাজী আসাদ উল্লাহ, চাঁদপুর৩ আসনে মাওলানা তোফায়েল আহমদ, চট্টগ্রাম২ আসনে মাওলানা হাবিবুল্লাহ, চট্টগ্রাম৩ আসনে মাওলানা দেলোয়ার হোসাইন, চট্টগ্রাম৫ আসনে মুফতি শিহাবুদ্দিন, চট্টগ্রাম৬ আসনে হাকীম শিহাব উদ্দিন কামালী, চট্টগ্রাম৭ আসনে মুফতি আবুল কালাম আজাদ, চট্টগ্রাম৮ আসনে মাওলানা ফৌজুল আজীম চৌধুরী, চট্টগ্রাম৯ আসনে অধ্যাপক এএসএম খুরশিদ আলম, চট্টগ্রাম১০ আসনে মুহাম্মদ মাঈন উদ্দীন, চট্টগ্রাম১১ আসনে মাওলানা জালাল উদ্দীন, চট্টগ্রাম১২ আসনে মাওলানা মাহবুবুর রহমান হানিফ, চট্টগ্রাম১৩ আসনে মাওলানা আহমদুর রহমান, চট্টগ্রাম১৪ আসনে মুফতি আবু তাহের তুরাবী, চট্টগ্রাম১৫ আসনে মাওলানা হেলাল উদ্দিন জিহাদী, চট্টগ্রাম১৬ আসনে অধ্যক্ষ মাওলানা হুমায়ুন আজাদ।

 

ফেনী০১ আসনে মাওলানা আজিজুল্লাহ আহমদি, ফেনী০২ আসনে প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, ফেনী০৩ আসনে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, নোয়াখালী০১ আসনে হাফেজ মাওলানা আবদুল আজিজ, নোয়াখালী০২ আসনে মাওলানা ফয়েজুল্লাহ হাবীবী, নোয়াখালী০৩ আসনে মাওলানা মোরশেদ আলম মাসুম, নোয়াখালী০৪ আসনে অধ্যাপক মাওলানা রুহুল আমিন চৌধুরী, নোয়াখালী৫ আসনে মাওলানা আলী আহমদ, নোয়াখালী০৬ আসনে মাওলানা কামারুল হুদা, লক্ষ্মীপুর০১ আসনে মাওলানা মোহাম্মদ ইসহাক, লক্ষ্মীপুর০২ আসনে মাওলানা আবদুল করিম ছিদ্দিকী, লক্ষ্মীপুর৩ আসনে মোহাম্মদ গোলাম মোস্তফা, লক্ষ্মীপুর০৪ আসনে অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু সালমান, কক্সবাজার০১ আসনে অধ্যাপক মুহাম্মদ ত্বোয়াহা, কক্সবাজার০২ আসনে মুফতি আবু মুসা, কক্সবাজার০৩ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম, কক্সবাজার০৪ আসনে মাওলানা মুহাম্মদ তাহের, বান্দরবান জেলায় মাওলানা আসগর হোসাইন, রাঙ্গামাটি জেলায় মো. আব্দুল আওয়াল, বরিশাল১ আসনে অধ্যাপক মো. সাইদুর রহমান শাহীন, বরিশাল২ আসনে মো. মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল৩ আসনে অধ্যাপক মাওলানা মুহাম্মদ মুয়াজ্জেম হোসাইন, বরিশাল৪ আসনে অধ্যাপক রুহুল আমিন কামাল, বরিশাল৫ আসনে অধ্যাপক এ. কে. এম মাহবুব আলম, বরিশাল৬ আসনে অধ্যাপক মো. মোশাররেফ হোসেন খান, বরগুনা১ আসনে অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন, বরগুনা২ আসনে অধ্যাপক মো. রফিকুল ইসলাম, পটুয়াখালী১ আসনে অধ্যাপক মাওলানা মো. সাইদুর রহমান, পটুয়াখালী২ আসনে মাওলানা মো. আইয়ুব বিন মুসা, পটুয়াখালী৩ আসনে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, পটুয়াখালী৪ আসনে ডা. জহির আহম্মেদ, ঝালকাঠি১ আসনে মাওলানা মঈনুল ইসলাম (মঈন), ঝালকাঠি২ আসনে ডা. মো. সিদ্দিকুর রহমান।

 

ভোলা১ আসনে মাওলানা শামসুল আলম, ভোলা২ আসনে অধ্যক্ষ মাওলানা সালেহ উদ্দিন, ভোলা৩ আসনে মাওলানা আবদুর রাজ্জাক, ভোলা৪ আসনে ইঞ্জিনিয়ার মো. মাহফুজুর রহমান, পিরোজপুর১ আসনে মাওলানা আবদুল গাফ্ফার, পিরোজপুর২ আসনে হাফেজ মো. নূরুল হক, পিরোজপুর৩ আসনে অধ্যাপক মোতালেব হোসেন, খুলনা বিভাগের মেহেরপুর১ আসনে অধ্যাপক আবদুল হান্নান, মেহেরপুর২ আসনে হোসাইন বাদশাহ, কুষ্টিয়া১ আসনে মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া২ আসনে মুফতি আবদুল হামিদ, কুষ্টিয়া৩ আসনে অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া৪ আসনে মাওলানা আলী আশরাফ, চুয়াডাঙ্গা১ আসনে মো. মোখলেসুর রহমান, চুয়াডাঙ্গা২ অ্যাডভোকেট মো. ইউনুস আলী, ঝিনাইদহ১ আসনে মাওলানা আবু তালেব, ঝিনাইদহ২ আসনে অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, ঝিনাইদহ৪ আসনে মাওলানা ওয়াজিউল্লাহ, যশোর১ আসনে মাওলানা মাহবুব উল্লাহ, যশোর২ আসনে মাওলানা কামাল হোসাইন, যশোর৩ আসনে মাওলানা হাফেজ আবদুল্লাহ, যশোর৪ আসনে মাওলানা আশেকে এলাহী, যশোর৫ আসনে হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, যশোর৬ আসনে মাওলানা শফিউল্লাহ, মাগুরা১ আসনে ড. মাওলানা ফয়জুল ইসলাম, মাগুরা২ আসনে ডা. শামসুজ্জামান, নড়াইল১ আসনে হাফেজ জিন্নাত আলী, নড়াইল২ আসনে মাওলানা আবদুল হান্নান সরদার, বাগেরহাট১ আসনে মাওলানা আবদুর রউফ, বাগেরহাট২ আসনে শায়খুল হাদীস আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট৩ আসনে মুফতি ফরিদ আহমদ হেলালী, বাগেরহাট৪ আসনে অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার।

 

খুলনা১ আসনে মাওলানা এমদাদুল হক, খুলনা২ আসনে অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, খুলনা৩ আসনে এ এফ এম হারুনূর রশীদ, খুলনা৪ আসনে মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা৫ আসনে মুফতি আব্দুল জব্বার আজমী, খুলনা৬ আসনে মাওলানা সোলাইমান হোসেন নোমানী, সাতক্ষীরা৩ আসনে মুফতি কামাল উদ্দিনের নাম রয়েছে তালিকায়। বাকি আসনগুলোতে সম্ভাব্য প্রর্থীর তালিকা খুব তাড়াতাড়ি ঘোষণা করার কথা জানানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More