সম্প্রতি উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর ২০২৬ সালের সরকারি ছুটি তালিকা প্রকাশ করেছে সরকার।
রবিবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি অনুবিভাগের বিধি–৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন। সেই সঙ্গে নির্বাহী আদেশে আরও ১৪ দিন ছুটি থাকছে। অন্যদিকে ২০২৬ সালে ঐচ্ছিক ছুটির মধ্যে মুসলিম পর্বে মোট ৫ দিন, হিন্দু পর্বে মোট ৯ দিন, খ্রিস্টান পর্বে মোট ৮ দিন, বৌদ্ধ পর্বে মোট ৭ দিন এবং ক্ষুদ্র নৃ–গোষ্ঠীর কর্মচারীরা মোট ২ দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
এর আগে গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) ২০২৬ সালের সরকারি ছুটি তালিকা অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
এসএ