বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫

২০২২ সালে আবিষ্কার হয়েছে ২ শতাধিক নতুন গ্রহ

সদ্য বিদায়ী এই বছরটিতে ২৩৫টিরও বেশি নতুন গ্রহ আবিষ্কার করেছেন মহাকাশবিজ্ঞানীরা।

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রোববার এক টুইটবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা)। টুইটবার্তায় বলা হয়েছে, ‘(আবিষ্কৃত) ৫ হাজারের কিছু কম সংখ্যক গ্রহ নিয়ে ২০২২ সাল শুরু করেছিলাম আমরা। বছর শেষে এই সংখ্যা পৌঁছেছে ৫ হাজার ২৩৫টিতে।’

২০২২ সালে সর্বশেষ নতুন যে গ্রহটি আবিষ্কৃত হয়েছে, সেটির নাম এইচডি ১০৯৮৩৩ বি। আমাদের সৌরজগতের গ্রহ নেপচুনের সমান আকৃতির এই গ্যাসীয় গ্রহটি যে নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে, সেটির আকার-আয়তন ও বয়স আমাদের সূর্যের মতোই।

রোববারের বিবৃতিতে উল্লেখ করে নাসা বলেছে, ‘এই দু’টি গ্রহে পানি আছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি; তবে আমাদের বিজ্ঞানীরা গ্রহ দু’টির ভর ও উপাদান বিশ্লেষণ করে জানতে পেরেছেন; এগুলোতে পাথুরে শিলার পাশাপাশি এমন পদার্থের উপস্থিতি বিপুল পরিমাণে আছে, যেটির ওজন শিলার চেয়ে কম, কিন্তু হাইড্রোজেন বা হিলিয়ামের চাইতে বেশি।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More