ভারতের অন্ধ্রপ্রদেশের বাপাতলা শহরের উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মিগজাউম‘।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৯০ থেকে ১১০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র উপকূলে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, অন্ধ্রপ্রদেশ সরকার এরই মধ্যে রাজ্যের ৮টি জেলায় সর্তকতা জারি করেছে। এছাড়াও পন্ডিচেরির উপকূলীয় অঞ্চলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত উপকূলীয় এলাকায় চলাচল সীমিত করে দিয়েছে কর্তৃপক্ষ।
ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণ ও উদ্ধার কার্যক্রমের জন্য জেলা প্রতি দুই কোটি রুপি বরাদ্দ রাখা হয়েছে।
এদিকে, আঘাত হানার আগেই ভারতের চেন্নাইয়ে ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃষ্টি ও ঝড়ে অন্তত আটজন প্রাণ হারান। তলিয়ে গেছে রাজ্যের বিভিন্ন এলাকা।
আরও পড়ুন: মিগজাউমের প্রভাবে অনেক স্থানে হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
এসএ/দীপ্ত নিউজ