সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে সমাবেশ করবে বিএনপি। বুধবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে এমন ঘোষণা দেন বিএনপি মহাসচিব। আর বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচন হতে না দেয়ার ঘোষণা দেন বিএনপি নেতারা।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। লক্ষ্য সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের প্রতিবাদ, বিরোধী দলীয় নেতাদের নিঃশর্ত মুক্তি ও গ্যাস-বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা বাস্তবায়ন। দাবি আদায়ে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। দুপুর দুইটায় শুরু হওয়া সমাবেশে ঢাকা মহানগরের নেতাকর্মীরা যোগ দেন।
সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আওয়ামী লীগ সরকারের সময় শেষ হয়ে এসেছে দাবি করে তারা বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ তাদের আস্থা হারিয়ে ফেলেছে বলেই, বিএনপির কর্মসূচি দেখে তারাও কর্মসূচি দেয়। তবে এতে কোন লাভ হবে না। দাবি আদায়ে রাজধানীর পাশাপাশি বুধবার জেলা ও উপজেলাসহ সারাদেশে সমাবেশ কর্মসূচি পালন করে বিএনপি।