হেলিকপ্টারে ঝুলে এক মিনিটে ৩২ বার পুল-আপ করতে সক্ষম হয়েছেন আর্মেনিয়ার দুই ক্রীড়াবিদ। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতেই তাদের এই প্রচেষ্টা। হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ারে ঝুলে পুল-আপস। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নিজেদের নাম লেখাতেই এমনটি করছেন আর্মেনিয়ার তালিন শহরের সাহসী ক্রীড়াবিদ গ্রিগর মানুকিয়ান ও আমাজাস্প গ্লোয়ান।
ডালমা গার্ডেন মল শপিং সেন্টারের আঙিনায়, ভূমি থেকে তিন মিটার উপরে চলে এই কসরত। নিজেদের কৃতিত্ব যাচাইয়ের জন্য গিনেস বুক অফ রেকর্ডস কমিশনে ভিডিও ক্লিপগুলো জমা দিয়েছেন তারা।
ক্রীড়াবিদ আমাজাস্প গ্লোয়ান বলেন “এই কসরতের আগে প্রথমে এর অসুবিধাগুলো পর্যালোচনা করেছি। হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ার ধরে ঝুলে এক মিনিটে ৩২ বার পুল-আপ কোরে, ডাচ ক্রীড়াবিদ স্টান স্ট্যান ব্রুনিংক এর ২৫ বার পুল-আপের রেকর্ড ভেঙ্গেছি। এ বছর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে আমার পাঠানো তৃতীয় রেকর্ড এটি।”
এই দুই ক্রীড়াবিদকে প্রশিক্ষণ দিয়েছে হাই-আম ফাউন্ডেশনের হিরোস স্পোর্টস সেন্টার।
হিরোস স্পোর্টস সেন্টারের পরিচালক জানান “দুর্ঘটনা এড়াতে কসরতের সময় ক্রীড়াবিদরা হেলমেট পরা ছিলেন। হেডফোনের মাধ্যমে তারা পাইলটের সাথে যোগাযোগ করেন, যাতে কোনো সমস্যা হলে পাইলট তাদেরকে লাফ দেওয়ার কথা বলতে পারেন।”
১২ সপ্তাহের মধ্যে কসরতের ক্লিপগুলো পর্যালোচনা কোরে ফল জানাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।