মুন্সীগঞ্জের সিরজাদিখানে এক স্কুল শিক্ষার্থীকে মারধরকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছ। এতে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বালুচর বাজার এলাকায় স্থানীয় খাসমহল ও মোল্লাকান্দি গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৩০ জুলাই) স্থানীয় খাসমহল বালুরচর উচ্চ বিদ্যালয়ের টিফিন সময়ে ৬ষ্ঠ শ্রেনী ছাত্র আবিয়াত বন্ধুদের নিয়ে স্কুলের পাশের কালভার্টে যায়। সেখানে দাড়ানো এলাকার আলি হোসেনের ছেলে আবিদুলের সাথে বাকবিতণ্ডা তৈরি হলে আবিয়াতকে গলা চেপে মারধর করে আবিদুল। রাতে বিষয়টি জানতে পেরে আবিয়াতের বাবা খাসমহল এলাকায় গেলে স্থানীয় দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা তৈরি হলে বিষয়টি নিয়ে মঙ্গলবার বিচার শালিশের দায়িত্ব নেয় ইউনিয়নের চেয়ারম্যান।
তবে সোমবার সকালে বালুরচর বাজারে স্থানীয় মোল্লাকান্দি ও খাসমহল দুই গ্রামবাসী মুখমুখি অবস্থান নিলে একপর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় দফায় দফায় সংঘের্ষ রণক্ষেত্র পরিনিত হয় বালুচর বাজার এলাকা। দেশীয় অস্ত্রের আঘাতে দুই গ্রামের আহত হয় কমপক্ষে ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে প্রাতমিক চিকিৎসার ব্যবস্থা করে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, বালুচর ইউনিয়নের বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড টিয়ার সেল ব্যবহার করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এসএ/দীপ্ত নিউজ