৭
সৌদি আরবের তাবুক শহরে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাংলাদেশি দুই নাগরিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের থোলিয়াঘোনা এলাকার শাহ আলমের ছেলে মোহাম্মদ শাকিল এবং হামিরপাড়া এলাকার মোক্তার আহমেদের ছেলে সিফাত।
বুধবার সৌদি আরব থেকে প্রাপ্ত এক বার্তারভিত্তিতে রশিদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মালেক মাসুম নিহতদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুম বলেন, মঙ্গলবার সকালে রিয়াদ থেকে প্রায় ১৩০০ কিলোমিটার পশ্চিমে তাবুক শহরে একটি প্রাইভেট কারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহতদের মধ্যে বাংলাদেশি দুজন নাগরিকও রয়েছেন।