নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমে উঠেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। সেখানে ফুটে উঠছে গ্রাম–বাংলার অতীত সংস্কৃতি। যা দেখতে ভিড় করছেন দূর–দূরান্তের মানুষ।
সোনারগাঁও যেন এখন এক খণ্ড নকশি কাঁথার মাঠ। কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে ফুটে উঠেছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সব চিহ্ন।
বুধবার (১৮ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন প্রতি বছর মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব আয়োজন করে। এ বছর মেলায় ১০০ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।
এ বছর সোনারগাঁয়ের মেলায় শোলাশিল্প, শখের হাঁড়ি, তালপাখা ও নকশিপাখা, শতরঞ্জি, সোনারগাঁয়ের হাতি, ঘোড়া, পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, বেত ও বাঁশের কারুশিল্প, নকশি হাতপাখা,শীতলপাটি, তামা–কাঁসা, পিতলের কারুশিল্প, টেরাকোটা শিল্প, সোনারগাঁয়ের পাটের কারুশিল্প, শোলার মুখোশ শিল্প, পটচিত্র, কাগজের হস্তশিল্পসহ ও মিঠাই মণ্ডা দিয়ে পসরা সাজানো হয়েছে। মেলা ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।