সাভারের গোলাপ গ্রাম খ্যাত বিরুলিয়ায় এখন ব্যস্ত সময় পার করছেন ফুল চাষীরা। আসন্ন বিশ্ব ভালবাসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা ও স্বাধীনতা দিবসে ফুলের চাহিদা পূরণের লক্ষ্যে ব্যস্ত সময় পার করছেন তারা। প্রতিটি গোলাপ বাগানে নেয়া হচ্ছে বাড়তি পরিচর্যা।
গোলাপকে বলা হয় ফুলের রানি। সাভারের বিরুলিয়া ইউনিয়নের প্রতিটি বাগানে এখন সুরভী ছড়াচ্ছে নানা রঙের গোলাপ।
মাঘের এই রুক্ষ প্রকৃতিতে রং ছড়িয়ে ফুটে থাকা লাল টুকটুকে রক্তিম গোলাপ বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন অসংখ্য মানুষ।
আরও পড়ুন: সাভারে বাসের চাপায় নারী পুলিশ সদস্য নিহত
এই গ্রামের মানুষের জীবিকার অন্যতম উৎস গোলাপ চাষ। ইউনিয়নটির অধিকাংশ জমিতে চাষ করা হয় গোলাপ ফুল। আর এসব কারণে এটি গোলাপ গ্রাম নামেই বেশি পরিচিত। ফেব্রুয়ারিতে রয়েছে পহেলা ফাল্গুন বসন্তের প্রথম দিন, রয়েছে ভালবাসা দিবস। এরপরই আসবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই খুশিতেই সাভারের গোলাপ চাষিদের মুখে ফুটেছে স্ফীত হাসি।
সরকারি হিসাবমতে, বিরুলিয়ার গ্রামগুলোয় অন্তত ৩৫০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়। আর এর সঙ্গে যুক্ত রয়েছেন অসংখ্য চাষি। গোলাপ বিক্রির জন্য শ্যামপুর ও মৈস্তাপাড়ায় গড়ে উঠেছে ফুলের বাজার।
গোলাপের রয়েছে রং ও আকারের ভিন্নতা। এছাড়া গার্ডেন রোজ নামে বিভিন্ন হাইব্রিড গোলাপেরও উৎপাদন হচ্ছে।
আরও পড়ুন: সাভারে ১২ কোটি টাকার সরকারি জমি উদ্ধার
এসএ/দীপ্ত নিউজ