রবিবার, অক্টোবর ৫, ২০২৫
রবিবার, অক্টোবর ৫, ২০২৫

সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে আয়াতুল্লাহ খামেনির: ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ির পরিণতি ইরাকের ক্ষমতাচ্যুত ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

মঙ্গলবার (১৭ জুন) তেল আবিবে ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের এক সভায় তিনি এ কথা বলেন। এছাড়া, এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা।

কাৎজ বলেন, ‘আমি ইরানের একনায়ককে (আয়াতুল্লাহ আলী খামেনি) যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখার জন্য সতর্ক করছি। তার স্মরণ করা উচিত ইরানের প্রতিবেশী দেশের একজন স্বৈরশাসকের (সাদ্দাম হোসেন) পরিণতি কী হয়েছিল, যিনি ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে এমন পথ বেছে নিয়েছিলেন,’

তেহরানের বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার বিষয়ে পুনরায় সতর্ক করে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমরা আজও তেহরানে শাসকগোষ্ঠী ও সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত রাখব।’

উল্লেখ্য, ১৯৭৯ থেকে ২০০৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত ইরাকের প্রেসিডেন্ট ছিলেন সাদ্দাম হোসেন। তার শাসনামলে ১৯৯১ সালে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাক ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। পরে ২০০৩ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক বাহিনীর আগ্রাসনে ক্ষমতাচ্যুত হন সাদ্দাম। পরে তাকে বিচারের মুখোমুখি করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More