সাতক্ষীরায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। এ বছর আবহাওয়া ভালো থাকায়, কৃষকের খরচ হয়েছে কম। পাশাপাশি, সহায়তা দিয়েছে কৃষি বিভাগ।
যতদূর চোখ যায়, শুধুই ফুলে ভরা সরিষার খেত। হলুদ রঙের চাদরে ঢাকা বিস্তীর্ণ এলাকা। আমন ধান কাটার পরপরই সাতক্ষীরার বাসিন্দারা শুরু করেন সরিষার চাষ। ফের সবুজে ভরে ওঠে মাঠ। এ বছর লাল সরিষা, বারি সরিষা-১২ ও ১৮ সহ, বেশ কয়েক জাতের তেলবীজ চাষ হয়েছে এ জেলায়। এরমধ্যে লাল সরিষা বেশি।
অনুকূল আবহাওয়া আর পোকা-মাকড়ের উপদ্রব কম থাকায়, চলতি মৌসুমে উৎপাদন খরচ কম হয়েছে। চাষিদেরকে প্রণোদনাসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাতক্ষীরায় এ বছর ১৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও, শতকরা ৮ ভাগ বেশি জমিতে এর চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।