দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দিনে রাজধানীতে পন্ড হলো বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল। আইন–শঙ্খলা বাহিনীর কড়া অবস্থানের কারণে দলটির নেতাকর্মীরা একপ্রকার দাঁড়াতেই পারেননি।
এরমধ্যে উত্তরায় মিছিল থেকে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে। তবে পরে আবার তাকে ছেড়ে দেয়া হয়।
এছাড়া বরিশালে বেলা ১২টার দিকে নগর রোডে মিছিলের প্রস্তুতি নেয় জেলা বিএনপি। কিন্তু পূর্ব অনুমতি না থাকায় পুলিশের বাধায় তা পন্ড হয়ে যায়। একইভাবে ঝিনাইদহ ও পিরোজপুরেও পন্ড হয় বিএনপির কালোপতাকা মিছিল।
তবে টাঙ্গাইলে কর্মসূচি ঘিরে সকালে বিভিন্ন এলাকা থেকে বিএনপির খন্ড খন্ড মিছিল এসে শহরের বেপারীপাড়ায় উপস্থিত হয়। সেখান থেকে মিছিল নিয়ে শহরে প্রবেশ করতে চাইলে তাদের শান্তিকুঞ্জ মোড় এলাকায় বাধা দেয় পুলিশ। পঞ্চগড়, ময়মনসিংহ ও মাগুরাতেও কর্মসূচি পালন করেন বিএনপির নেতাকর্মীরা।
আরও পড়ুন: দয়াগঞ্জে বিএনপির কালো পতাকা মিছিল
আল / দীপ্ত সংবাদ