৯
সাতক্ষীরায় এবার শীতের আগাম শাকসবজির ফলন ভালো হয়েছে। দাম ভালো হওয়ায় লাভের মুখ দেখছেন চাষিরা।
সাতক্ষীরার সাতটি উপজেলার মধ্যে সদর, তালা, কলারোয়া, দেবহাটা ও কালিগঞ্জের কৃষকরা শাকসবজি চাষে ঝুঁকেছেন। জৈব সার ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। পাশাপাশি কীটনাশক ব্যবহার করছেন অল্প পরিমাণে।
এবার ওলকপি, ফুলকপি, বাঁধাকপি, সিম, পালংশাক, লাল শাক, বরবটি, লাউ, বেগুনের ভালো ফলন হয়েছে। দামে সন্তুষ্ট চাষিরা। জেলায় এবার তিন হাজার ১০ হেক্টর জমিতে শীতের আগাম শাক-সবজির চাষ হয়েছে। সাতক্ষীরায় উৎপাদিত শাকসবজি খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে।