আবার বাড়লো বিদ্যুতের দাম। গ্রাহক পর্যায়ে এবার বেড়েছে শতকরা ৫ ভাগ। আর পাইকারি পর্যায়ে শতকরা ৮ ভাগ। কাল থেকেই কার্যকর হবে নতুন দাম। এক মাসে দুইবার দাম বৃদ্ধি গ্রহণযোগ্য নয় বলে মনে করেন সাধারণ ভোক্তারা।
চলতি মাসের ১২ তারিখ ভোক্তাপর্যায়ে বিদ্যুতের খুচরা দাম ইউনিটপ্রতি শতকরা ৫ ভাগ, অর্থাৎ ১৯ পয়সা বাড়ানো হয়েছিল। যা কার্যকর হয় পয়লা জানুয়ারি। ১৮ দিন পর, মঙ্গলবার আরেক দফা বাড়লো মূল্য। এবারও তা হয়েছে সরকারের নির্বাহী আদেশে।
নতুন মূল্য অনুযায়ী, গ্রাহক পর্যায়ে সবচেয়ে কম বিদ্যুৎ ব্যবহারকারীর জন্য ইউনিটপ্রতি ৩ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪ টাকা ১৪ পয়সা। আর পাইকারি পর্যায়ে ৬ টাকা ২০ পয়সা থেকে বাড়িয়ে, নির্ধারণ করা হয়েছে ৮ টাকা ১০ পয়সা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে দফায় দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি ‘মড়ার ওপর খাড়ার ঘা’ বলে মনে করেন সাধারণ মানুষ। সমন্বয়ের অজুহাতে দাম আরও বাড়ালে, তা অসহনীয় পর্যায়ে চলে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা
বাংলাদেশে গত ১৪ বছরে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ১১ বার।