বিজ্ঞাপন
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

লোকসানের বোঝা মাথাই নিয়ে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গত মৌসুমের প্রায় ৫৭কোটি টাকা লোকসানের বোঝা মাথাই নিয়ে দেশের বৃহত্তম চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান জয়পুরহাট চিনিকলে ২০২৪২০২৫ আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে আজ থেকে। জয়পুরহাট চিনিকলের ৬১ তম আখ মাড়াই মৌসুম এটি।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বিসিআইসি’র সচিব আনোয়ারুল করীর।

এসময় উপস্থিত ছিলেন বিএসএফআইসি’র সিপিই গিয়াস উদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, চিনিকলের ব্যাবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেন, য়ুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব, জেলা জামায়াতের আসীর ফজলুর রহমান সাঈদসহ অনেকেই।

বিগত বছরগুলোতে আখের দাম ঠিকমত না পেলেও গত মাড়াই মৌসূম থেকে নায্য মূল্যসহ কৃষকরা পাচ্ছেন প্রনোদনা সুবিধা। এ কারণে চিনিকলটি অচলাবস্থা কাটিয়ে পথ খুঁজছেন ঘুরে দাড়াবার। আগের বছরগুলোতে আখের কম মূল্য নির্ধারন, মূল্য পরিশোধে চিনিকল কর্তৃপক্ষের গড়িমশিসহ কৃষক হয়রানীর কারণে আখের বদলে কৃষকরা ঝুঁকেছিলেন বিকল্প ফসল চাষে। তবে গত বছর থেকে চিনিকলটি আখের ন্যায্য মূল্য নিশ্চিতসহ সঠিক সময়ে মূল্য পরিশোধের ব্যবস্থা করায় আবারো কৃষকেরা ঝুঁকছেন আখচাষে।

এ মৌসূমে আখের মূল্য বৃদ্ধি করে মিলগেটে প্রতি কুইন্টাল আখ ৬শ টাকা দরে বিক্রি করার সু সংবাদ পেয়ে খুশিতে আত্মহারা কৃষকরা। আখের মূল্য বৃদ্ধির যে সিদ্ধান্ত চিনিকল কর্তৃপক্ষ নিয়েছেন, তাতে সাধুবাদ জানিয়েছেন আখচাষীরা। এ ছাড়াও কৃষক হয়রানী বন্ধের পাশাপাশি, সুদ মুক্ত ঋণ ও কৃষকদের প্রনোদনা সুবিধা এভাবে দেওয়া হলে আবারো ঘুরে দাড়াবে এ চিনিকল, এমন দাবী ও আশা আখ চাষীদের। পাশাপাশি আখের সাথে সাথী ফসল চাষ করা যাচ্ছে বলে প্রাণ ফিরে পেতে চলেছেন পরিশ্রমী কৃষকরা।

চিনিকল কর্তৃপক্ষ জানায়, গত দু’বছরের মত এবারও বন্ধ হওয়া ২টি চিনিকলের আখসহ আজ জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু হলো। এ মাড়াই মৌসুমে প্রায় ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সেখান থেকে ৫.৫ আহরনের অনুপাতে ২ হজার মেট্রিক টন চিনি উৎপাদন হবে বলে জানান চিনিকল কর্তৃপক্ষ। শুধু কৃষকদের ন্যায্য মূল্য সময় মত পরিশোধ করলেই হবে না, চিনিকলটিকে লাভ জনক পর্যায়ে নিয়ে যেতে কৃষক হয়রানী বন্ধ, কৃষকদের প্রনোদনা প্রদান, উন্নত জাতের আখ চাষ, আধুনিক যন্ত্রপাতির সংযোজন ও উৎপাদন ব্যায় কমাতে পারলে আবোরো চিনিকলটি লাভের মুখ দেখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আল

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More