রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির উপদেষ্টা পরিষদের সদস্য এবং দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। প্রধান নির্বাচন কমিশনারের কাছে আজ তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাল মনোনয়নপত্র বাছাই করবে কমিশন।
নির্বাচন কমিশনের তফসিল অনুয়ায়ী, রবিবার ছিল রাষ্ট্রপতি পদে মনোনয়পত্র দাখিলের শেষ দিন।২৩ এপ্রিল শেষ হচ্ছে, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ। সংবিধানের একশো তেইশের এক অনুচ্ছেদ অনুযায়ী, মেয়াদ শূন্য হওয়ার আগের নব্বই থেকে ষাট দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সেই অনুযায়ী, ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাষ্ট্রপতি পদে দলের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এতে প্রস্তাবক ওবায়দুল কাদের, আর সমর্থক দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।পরে নির্বাচন কমিশনের সচিব জানান, মোহাম্মদ সাহাবুদ্দিনের নামে দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার এগুলো বাছাই করবে কমিশন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, প্রস্তাবক ও সমর্থকের যাবতীয় তথ্য আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। বাছাই বৈধ হলে এবং আর কোনো প্রার্থী না থাকলে, ১৯ ফেব্রুয়ারি ভোটের প্রয়োজন হবে না।
জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে ৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের পূর্ণাঙ্গ ক্ষমতা দেয় দলটির সংসদীয় কমিটি। এরই ধারাবাহিকতায় মনোনয়ন পেলেন দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন।
আল/দীপ্ত