চীনা কোম্পানিগুলো এখন ক্রমশ দখল করে নিচ্ছে রাশিয়ার বাজার। পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে ব্যবসা তুলে নেয়ায় বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে চীন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া–চীন সম্পর্ক ইতিহাসের যে কোনো সময়ের থেকে দারুণ অবস্থানে পৌঁছে গেছে।
এক হাজারেরও বেশি পশ্চিমা কোম্পানি রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে। পশ্চিমাদের নিষেধাজ্ঞার পরেও চীন–রাশিয়ার সীমাহীন বন্ধুত্বের একটি সমঝোতাতেও সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রাজনৈতিক ও বাণিজ্যিক উভয় দিক থেকেই দেশ দুটি এখন একে অপরের বন্ধু।
পশ্চিমা দেশগুলো যখন রুশ জ্বালানির উপরে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে চলেছে তখন চীনের কাছে বিক্রি বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নিচ্ছে রাশিয়া। এ ক্ষেত্রে রাশিয়া ও চীন উভয়ই লাভবান হচ্ছে।
রাশিয়ার বাজারে আগে পশ্চিমাদের আধিপত্য থাকলেও নিষেধাজ্ঞার পর চীনা প্রযুক্তি কোম্পানিগুলো এখন ক্রমশ দখল করে নিচ্ছে সেই বাজার। যার ফলে দুই দেশের বাৎসরিক বাণিজ্য এখন ২০ হাজার কোটি ডলারের কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য মতে রাশিয়া কম্পিউটার, মুঠোফোন ও গাড়ি আমদানি করছে চীন থেকে । রাশিয়া ও চীনের মধ্যকার এ অর্থনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেইজিংয়ে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ইগোর মোরগুলভ।
চীনের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুই দেশের সম্পর্ক যেভাবে ঝড়ের গতিতে বাড়ছে সেটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনু/দীপ্ত সংবাদ