আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে উদ্বেলিত দেশের বিভিন্ন জেলার হাজার হাজার আর্জেন্টাইন সমর্থক। রাতভর বিজয়োল্লাস করেন তারা।
প্রিয় দলের বিশ্বকাপ জয়ের আনন্দে আত্মহারা মেসি ভক্তরা। আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ ওঠার পর, উন্মাদনায় মাতে বরিশালের মানুষ। নগরীর রাস্তায় নেমে আসে ফুটবল ভক্তরা। আর্জেন্টিনার পতাকা নিয়ে হয় মটর শোভাযাত্রা।
আর্জেন্টিনা ও মেসি ভক্তদের হৃদয় উজাড় করা ভালোবাসা যেন মানছিলো না কোনো বাঁধা। ফাইনালে প্রিয় দলের জয়ে উল্লাসে ফেটে পড়ে চট্টলাবাসীও। শ্লোগানে আর আতশবাজির ঝলকানিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে আনন্দে ভেসেছে রাজশাহীও।আর্জেন্টিনার পতাকা নিয়ে আনন্দ মিছিল হয়েছে রাতভর।