নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে টানা চার জয়ে প্রথমবারের মতো আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে এসেছিল পাকিস্তান। কিন্তু রোববার (৭ মে ) সিরিজের শেষ ম্যাচে কিউইদের কাছে হেরে রাজত্ব হারিয়েছে পাকিস্তান। র্যাঙ্কিংয়ের এক থেকে আগের অবস্থান তিনে নেমে গেছে স্বাগতিক দলটি।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরুর আগে ১০৬ রেটিং পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ছিল পাকিস্তান। হ্যাটট্রিক জয়ে ১১২ রেটিং নিয়ে তিন নম্বরে ওঠে আসে তারা। এরপর টানা চার জয়ে ১১৩ রেটিং নিয়ে শীর্ষে আসে বাবর আজমরা। তবে দুই ও তিনে থাকা অস্টেলিয়া ও ভারতের রেটিংও ছিল ১১৩। মূলত নেট রানরেটে এগিয়ে থাকায় শীর্ষে জায়গা পায় পাকিস্তান। আর তাই র্যাঙ্কিংয়ে রাজত্ব পাকাপোক্ত করতে শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না স্বাগতিকদের। তবে এদিন ৪৭ রানে হেরে গেছে পাকিস্তান। নিজের শততম ম্যাচ রাঙাতে পারলেন না বাবর আজম। যদিও ৪–১ ব্যবধানে সিরিজ জিতেছে তারাই।
শেষ ম্যাচ হারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ পাকিস্তান নিশ্চিত করে ফেলে অনেক আগেই। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৪–১ ব্যবধানে জেতে পাকিস্তান। সিরিজসেরা হয়েছেন ফখর জামান। ৯০.৭৫ গড়ে ২ সেঞ্চুরিতে ৩৬৩ রান করেন তিনি। বিশ্বের ১২তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিক করেন ফখর।
আল/দীপ্ত সংবাদ