সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

রাঙামাটিতে স্বস্তির বৃষ্টি

সারাদেশের মতো রাঙামাটিতে কয়েকদিনের তীব্র তাপ প্রবাহের পর স্বস্তির বৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২মে) সকাল থেকে রাঙামাটির আকাশ মেঘলা ছিল। সকাল ৯টার দিকে শুরু হয় বৃষ্টি। যার অঝোরে ঝরে অন্তত ১৫মিনিট।

এরপর আবারো আকাশ মেঘলা রয়েছে। কিছুক্ষণ পর পর ছোট ছোট বজ্রপাতে শব্দ শোনা যাচ্ছে।

রাঙামাটি শহর ছাড়াও রাঙামাটির রাজস্থলী, কাপ্তাই, বাঘাইছড়ি, বিলাইছড়ি,জুরাছড়ি, বরকল উপজেলায়ও কম বেশি বৃষ্টি হয়েছে।

এর আগে ৩৮ডিগ্রি থেকে ৩৬ডিগ্রি তাপমাত্রা ছিল প্রতিদিন। যা জনজীবনে অসস্থিত তৈরি করে। বিভিন্ন উপজেলায় অকালে ঝড়ে যেতে শুরু করে আম লিচুর মুকুল ও অ পরিপক্ষ আম লিচু।

স্বস্তির বৃষ্টিতে খুশি রাঙামাটির মানুষ। বিশেষ করে কৃষিজীবিরা। স্বস্তির বৃষ্টিতে ঘুরতে বের হওয়া মো. রফিক জানান, তীব গরমের পর স্বস্থির বৃষ্টি শুরু হয়েছে। যার কারণে বৃষ্টি উপভোগ করতে বের হয়েছি। বেশ ভালো লাগছে। আমার কুমরো ক্ষেত রয়েছে। সেগুলো রক্ষা পাবে।

মিশু দে/ আল/ দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More