ঢাকা শহরে বায়ুদূষণের প্রধান কারণ আশপাশের ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণকাজের ধুলা। বিশেষজ্ঞরা বলছেন- দূষণের উৎস কমাতে না পারলে, রাজধানীর বায়ুর মান উন্নয়ন সম্ভব নয়। অচিরেই হুমকিতে পড়বে নগরীর বাসযোগ্যতা।
এটি রাজধানীর ব্যস্ততম আগারগাঁও এলাকা। উন্নয়ন কাজ চলায়, এক বছরের বেশি সময় ধরে ধূলায় আচ্ছন্ন থাকছে এখানকার রাস্তা। শুধু আগারগাঁও নয়, এই সমস্যা নগরীর বেশির ভাগ জায়গার। এক সময়ের তিলোত্তমা নগরী রাজধানী ঢাকা এখন পরিচিতি পাচ্ছে বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত একদিনও বিশুদ্ধ বাতাসে নিশ্বাস নিতে পারেনি ঢাকাবাসী। ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই স্কোর সোমবার রাতে ছিল ২৮৫। যা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষে।
১ জানুয়ারি একিউআই স্কোর ১৭৭ নিয়ে ঢাকা শহর বিশ্বের দূষিত বাতাসের তালিকায় ছিল ৬ষ্ঠ স্থানে। ২ ও ৩ জানুয়ারি ২০২ ও ২০১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে। ৫ ও ১৩ জানুয়ারি একিউআই স্কোর ছিল ৩০১ ও ৩০৬। যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।
বায়ুর এই দুষণ ক্রমাগত বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। কেন এমটি হচ্ছে তা-ও উল্লেখ করেন বিশেষজ্ঞরা। জানান, বিশ্বের অনেক শহরে শীতকালে বাতাসের গুণমান কিছুটা অস্বাস্থ্যকর হয়ে উঠে। তবে, বর্ষায় এর পরিবর্তন ঘটে।