ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ এর উদ্যোগে বাংলামটর রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত ক্লাব হাউজে ৫ থেকে ৭ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হলো ৩ দিনব্যাপী ‘ বিজয় দিবস স্পোর্টস টুর্নামেন্ট – ২০২২’।
উৎসবমুখর পরিবেশে ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক নান্দনিক মিলনমেলায় পরিনত হয় ক্লাব হাউস। শীতের আমেজে ক্লাবের সদস্যবৃন্দ টেবিল টেনিস, দাবা, লুডু ও ইন্ডারন্যাশনাল ব্রিজ খেলায় মেতে ওঠেন।
প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাবের সভাপতি জনাব খন্দকার আতাউর রহমান, স্পোর্টস কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাজিব ইসমাইল রাসেল ও সহ সাধারণ সম্পাদক জনাব আসিফুর রহমান খানসহ অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ।
প্রতিযোগিতায় টেবিল টেনিস-সিনিয়র (৪৫ বছর ও তদূর্ধ) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মো: বাদশাহ মিয়া ও রানার্সআপ হন মোহাম্মদ মহসিন। টেবিল টেনিস-জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন কাজী আহমেদুর রহমান আবির ও রানার্সআপ হন দেওয়ান মাহমুদুল হাসান।
আয়োজনে দাবা খেলায় চ্যাম্পিয়ন হন ড. মো: শোয়েব-উর-রহমান ও রানার্সআপ পুরস্কার পান মোহাম্মদ বদিরুজ্জামান। লুডু খেলায় চ্যাম্পিয়ন হন তারিনা রহমান ও রানার্সআপ হন ড. খাদিজা রহমান তানচি।
ইন্টারন্যাশ ব্রিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আবির-রাজিব জুটি ও রানার্সআপ হয় রেজাউল-শিপন জুটি। সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার আয়োজক ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের স্পোর্টস কমিটি জানায় ক্লাবের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।