মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

মালয়েশিয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩৭৭ বাংলাদেশিসহ আটক ৭৭০

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকার জালান বেদারা সড়কের একটি ভবনে গত রাতে জুয়ার আসরে বিশেষ অভিযান চালিয়ে ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ জন বিদেশি আটক করেছে দেশটির অভিবাসন দপ্তর।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করেছে মালয়েশিয়া জাতীয় সংবাদমাধ্যম বারনামা।

সংবাদমাধ্যম বলছে, আকস্মিক অভিযানে হতবিহ্বল হয়ে পড়েন অনেকেই। এ সময় কয়েকজন ভবনের ছাদে উঠে পড়েন। কেউ টেবিলের নিচে লুকানোর চেষ্টা করেন। কেউবা ব্যবসাপ্রতিষ্ঠানে লুকিয়ে পড়েন। শেষ পর্যন্ত সবাইকে আটক করা হয়েছে।

মালয়েশিয়া অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন পরিচালক বসরি ওসমান বলেন, সামাজিক অনুষ্ঠানের নামে সেখানে বিদেশিরা জড়ো হয়ে কিছু একটা করছেন—তিন সপ্তাহ ধরে স্থানীয় অনেকে এমন অভিযোগ করছেন। এর ভিত্তিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ৩ ঘণ্টা অভিযান চালানো হয়।

বসরি ওসমান আরও বলেন, ‘আশ্চর্যের বিষয় হলো, আমাদের কর্মকর্তারা সেখানে সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থাসহ একটি অনলাইন জুয়াখেলার জায়গা খুঁজে পেয়েছেন। অভিযানের সময় ৭জন বিদেশিকে হাতেনাতে ধরা হয়েছে।’

ঘটনাস্থলে ১০৬ সরকারি কর্মকর্তা সব মিলিয়ে ২ হাজার ৪৪৫ জনের কাগজপত্র যাচাই করে দেখেন। তাঁদের মধ্যে মালয়েশিয়ার নাগরিক ছিলেন ৮৪৫ জন, বাকি ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি। কাগজপত্রে অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ভিসার অভিযোগে ৭৭০ জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ৩৭৭ জন বাংলাদেশি, যার মধ্যে ৩৯৪ জন পুরুষ ও ২ জন নারী। এছাড়া

২৩৫ জন মিয়ানমার নাগরিক, ৭২ জন নেপালিয়ান, ৫৮ জন ভারতীয়, নারীপুরুষসহ ১৯ জন ইন্দোনেশিয়ান আটক করা হয়েছে। পাশাপাশি অন্যান্য দেশের আরও অন্তত ৯ জনকে আটক করা হয়েছে।

আটক বিদেশি ব্যক্তিদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রাথমিকভাবে তাঁদের পুত্রজায়া অভিবাসন দপ্তরে নেওয়া হয়।

 

অভি/এসএ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More