আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে মালদ্বীপে প্রথমবারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান ফুটবল ক্লাবের উদ্যোগে প্রবাসীদের অংশগ্রহণে জমকালো ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত মাফানু ফুটবল গ্রাউন্ডে দিনব্যাপী এ টুর্নামেন্টে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকার প্রবাসীদের নিয়ে গঠিত মোট ২০টি দল অংশগ্রহণ করে।
চূড়ান্ত পর্বে এমবি এফসি একাদশ ১–০ গোলে ফ্রেন্ডস ক্লাব একাদশকে হারিয়ে শিরোপা জয় করে। ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফ্রেন্ডস ক্লাব একাদশের আসিফ এবং সেরা গোলকিপার হন এমবি এসসি একাদশের সিয়াম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। তিনি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপ বিএনপি সভাপতি মো. খলিলুর রহমান। এছাড়া সেরা খেলোয়াড়ের হাতে পুরস্কার তুলে দেন প্রবাসী ব্যবসায়ী ও ঢাকা ট্রেডার্স প্রাইভেট লিমিটেড–এর কর্ণধার মো. বাবুল হোসেন। সেরা গোলকিপারের হাতে পুরস্কার দেন বাংলাদেশ থেকে আগত রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন।
টুর্নামেন্টে বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে মাঠ যেন এক টুকরো বাংলাদেশে রূপ নেয়। খেলোয়াড়দের প্রতিযোগিতা ও দর্শকদের উৎসাহ–উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, “প্রবাসে কর্মব্যস্ত জীবনের পাশাপাশি সুস্থতা ও মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”
এমএম/এসএ