আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর প্রবীণ আইনজীবী ও ভাষাসৈনিক গোলাম আরিফ টিপু মারা গেছেন।
শুক্রবার (১৫ মার্চ) সকাল ৮টা ২০মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মুখলেসুর রহমান বাদল বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে গোলাম আরিফ টিপু বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। গত মঙ্গলবার তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।
ল্যাবএইড হাসপাতাল থেকে গোলাম আরিফ টিপুর মরদেহ নেওয়া হবে নিউ বেইলি রোডে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের বাসায়। তবে তার জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
গোলাম আরিফ টিপুর জন্ম ১৯৩১ সালের ২৮ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামে। তিনি রাজশাহী কলেজ থেকে স্নাতক শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
গোলাম আরিফ টিপু একজন ভাষা সৈনিক। ১৯৫২ সালে রাজশাহীতে বাংলা ভাষা আন্দোলন মূলত তার নেতৃত্বে সংগঠিত হয়। তিনি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের রাজশাহী অঞ্চলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষা আন্দোলনে ভূমিকার জন্য সরকার ২০১৯ সালে গোলাম আরিফ টিপুকে একুশে পদকে ভূষিত করে।
এসএ/দীপ্ত সংবাদ