সারাদেশের মত মাগুরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রম শুরু হয়েছে । সোমবার (৩ এপ্রিল) থেকে রোগী দেখা শুরু হলোও সেবা গ্রহীতার সংখ্যা এখনো দুই অংকে পৌঁছায়নি। গত ৩০ মার্চে বৈকালিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন হলেও শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখা শুরু হয়েছে সোমবার (৩ এপ্রিল) থেকে। তবে সোমবার থেকে বুধবার ৫ (এপ্রিল) পর্যন্ত রোগী এসেছেন মাত্র চারজন।
নতুন এ কার্যক্রম শুরু হওয়া ও প্রচার প্রচারণা কম থাকায় রোগীর দেখা মিলছে কম বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। বুধবার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় রোগীদের জন্য চেয়ার টেবিল পেতে বসে আছেন হাসপাতালে ওয়ার্ড বয় মো. ফরিদুর রহমান।
তবে সেখানে কোন রোগীর দেখা মেলেনি।
ওয়ার্ড বয় ফরিদুর রহমান বলেন, প্রচার প্রচারণা কম হওয়ায় রোগীর সংখ্যা কম। যদি প্রচার প্রচারণা ভালো হয় রোগীর সংখ্যা বাড়বে। রোগী কম থাকায় অনেকটা অলস সময় কাটাচ্ছেন মেডিকেল অফিসার ডাক্তার নিশাত তাসলিম মনীষা।
মেডিকেল অফিসার ডাক্তার নিশাত তাসলিম মনীষা বলেন, যেহেতু এটা সরকারের একটি পাইলট প্রকল্প এছাড়া প্রচার-প্রচারণ ও কম সে কারণে রোগীর সংখ্যা কম। প্রচারণা শুরু হলে রোগীর সংখ্যা বাড়বে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটন মুঠোফোনে বলেন, আমরা সকালে রোগীদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। যে কারণে রোগের সংখ্যা বিকালে কম থাকছে। তবে বিকালে এতটা কম রোগী থাকার বিষয়ে তিনি বলেন যেহেতু হঠাৎ করে আমরা নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছি কিছুটা সময় লাগছে রোগীদের জানতে এবং অভ্যাস হতে। মানুষ আস্তে আস্তে জানবে এবং আস্থা আসবে তখন তারা সেবা নিতে আসবে। তবে আমরা প্রস্তুত রোগী যখনই আসুক না কেন আমরা তাদের সেবা দিতে চাই।
এমি/দীপ্ত