দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২২ এপ্রিল) হোয়াইট হাউসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র ক্যারোলিন লেভিট সফরের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগামী ১৩ থেকে ১৬ মে পর্যন্ত সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট।
লেভিট আরও জানান, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে শুক্রবার রোমে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেয়ার পর এটি হবে তার প্রথম বিদেশ সফর।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, তাঁর প্রথম সফর সৌদি আরবে হতে পারে। যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টদের প্রথম রাষ্ট্রীয় সফর যুক্তরাজ্যে হয়ে থাকে।
এসএ