২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এখন পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের ঝুলিতে জমেছে ২২৪টি ইলেকটোরাল ভোট।
তবে সমর্থকদের নিরাশ করে ফলাফল পরর্বতী প্রতিকৃয়া জানানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে (নির্বাচনের রাত) সমর্থকদের উদ্দেশে কিছু বলবেন না তিনি।
কমলার প্রচারশিবিরের কো–চেয়ার সেড্রিক রিচমন্ড বলেন, বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা আজ রাতে (মঙ্গলবার রাত) তাঁর সমর্থকদের উদ্দেশে কোনো বক্তব্য দেবেন না। তবে তিনি আগামীকাল (স্থানীয় সময় বুধবার) বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।
রিচমন্ড বলেন, প্রতিটি ভোট গণনা হওয়ার বিষয়টি নিশ্চিত করার জন্য কমলার শিবির লড়াই চালিয়ে যাবে। ফলাফলে যেন প্রত্যেক ভোটারের রায় প্রতিফলিত হয়।
স্থানীয় সময় গতকাল (৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা। ইতিমধ্যে অধিকাংশ অঙ্গরাজ্যের ফলাফল পাওয়া গেছে।
সুপ্তি/ দীপ্ত সংবাদ