২০২৬ ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলে আবারও মাঠে নামছে লাতিন ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে নয়। ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল।
বাংলাদেশ সময় মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ব্যারানকুইলার রবার্তো মেলেন্দেজ মেট্রোপলিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। অন্যদিকে, বুধবার (১১ সেপ্টেম্বর) পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে আতিথ্য দেবে প্যারাগুয়ে। অ্যাসানসিওনের চাকো ডিফেন্ডার্স স্টেডিয়ামে ভোর সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
দলের দুই সেরা তারকাকে ছাড়া মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। ইনজুরির কারণে মাঠে নামতে পারছেন না লিওনেল মেসি ও নেইমার। কাজেই দুই দলের বাংলাদেশি ভক্তরা হৃদয়ে বয়ে বেড়াচ্ছেন শূন্যতা।
উপমহাদেশে লাতিনের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার অসংখ্য সাপোর্টার রয়েছে। যারা অধীর আগ্রহে বসে রয়েছে ম্যাচটি দেখতে। কিন্তু বাংলাদেশ থেকে কোনো টিভি চ্যানেলে ম্যাচগুলো দেখা যাবে না। তবে ম্যাচটি সরাসরি দেখা যাবে বেশ কয়েকটি লাইভ স্ট্রিমিং প্লাটফর্মে। এগুলো হলো– ইয়াল্লা, স্ট্রিম ফুবো, ভিএক্সে, লাইভস্পোর্টস।
এসএ/দীপ্ত সংবাদ