ভাষাসৈনিক অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নান স্মৃতি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে বইটির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।
শেরপুর জেলার বিশিষ্ট শিক্ষাবিদ এবং মহান মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যক্ষ সৈয়দ আব্দুল হান্নানের স্মৃতি নিয়ে বিভিন্ন শ্রেণি–পেশার পঞ্চাশের অধিক লেখকের স্মৃতি চারণমূলক লেখা নিয়ে বইটি প্রকাশিত হয়েছে।
সাবেক প্রধান তথ্য কমিশনার ও দৈনিক আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক। এ সময় ভাষাসৈনিক সৈয়দ আব্দুল হান্নানের পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তারা উপস্থিত ছিলেন।
আফ/দীপ্ত সংবাদ